Indiahood-nabobarsho

শূন্যস্থান পূরণে মরিয়া BCCI, টিম ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন KKR প্রাক্তনী!

Updated on:

BCCI may Appoints former KKR staff

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে যত্ন নিয়ে নিজে হাতে গড়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাঁর দেখানো পথে হেঁটেই তৃতীয় বারের জন্য IPL জয়ীর তকমা গায়ে মাখে নাইটরা। গম্ভীরের এমন সাফল্যের পরই তাঁর কাঁধে জাতীয় দলের দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম সিরিজ থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে হার, সবেতেই গৌতমকে তুলোধোনা করেছেন সমর্থকরা! কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর কিছুটা স্বস্তি পেয়েছেন গম্ভীর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে তাঁর আসন আপাতত স্থায়ী হলেও চাকরি হারিয়েছেন ঘনিষ্ঠ অভিষেক নায়ার। হ্যাঁ, সদ্য তাঁকে সহকারি কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সাথেই চাকরি গিয়েছে ফিল্ডিং কোচ টি দিলীপ ও প্রশিক্ষক সোহম দেশাইয়ের। এমতাবস্থায়, খুব একটা চাপ না বাড়লেও সোহম দেশাইয়ের বিকল্প খুঁজছে BCCI। সূত্র যা বলছে, খুব সম্ভবত প্রশিক্ষক দেশাইয়ের শূন্যস্থান পূরণ করতে এবার নাকি KKR প্রান্তনীর দিকে নজর পড়েছে বোর্ডের।

দুই মহারথীর বিকল্প রয়েছে বোর্ডের হাতে

জানিয়ে রাখি, গত 3 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের সাথে যুক্ত ছিলেন প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপ ও প্রশিক্ষক সোহম দেশাই। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাঁদের সাথে আর সম্পর্ক দীর্ঘায়িত করতে চায়নি, ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 8 মাসের মধ্যেই গম্ভীরের সহকারী কোচ অভিষেক নায়ারকে চাকরি থেকে বরখাস্ত করল BCCI। যদিও ওয়াকিবহাল মহল বলছে, বোর্ডের কাছে ইতিমধ্যেই বিকল্প কোচিং স্টাফ রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সীতাংশু কোটাক, বোলিং পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন মর্ণি মর্কেল। এছাড়াও ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়েছেন রায়ান টেন দুশখাতে। কাজেই এখনই কোনও বিকল্প খুঁজছে না বোর্ড। তবে সূত্র বলছে, প্রশিক্ষক সোহম দেশাইয়ের শূন্যস্থান ভরাট করতে এবার KKR প্রাক্তনীর শরণাপন্ন হতে পারে BCCI কর্তারা।

অবশ্যই পড়ুন: না খেলেই কোয়ার্টার ফাইনাল! সুপার কাপে বিরাট অ্যাডভান্টেজ মোহনবাগানের

দুঃসময় কাটাতে ভরসা KKR প্রাক্তনী!

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, জাতীয় দলের প্রশিক্ষক সোহম দেশাইকে ছেড়ে দেওয়ার পর এবার সেই শূন্যস্থান ভরাট করতে দক্ষ বিকল্প খুঁজে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, দেশাইয়ের যোগ্য বিকল্প হিসেবে KKR-র একসময়ের সঙ্গী আদ্রিয়ান লেরক্স-র শরণাপন্ন হতে পারে BCCI। জানিয়ে রাখি, 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 12 বছর ধরে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি ও দলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এই আদ্রিয়ান। তবে বর্তমানে তিনি প্রীতির পাঞ্জাব কিংসের ফ্রাঞ্চাইজিতে রয়েছেন। সূত্র যা বলছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুম শেষ হলেই তাঁকে কোচিং স্টাফ হিসেবে নিয়োগ করতে পারে BCCI।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group