ইংল্যান্ড সিরিজের আগেই বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রধান কোচ! এই বিদেশিকে দেওয়া হতে পারে দায়িত্ব

Published:

BCCI may make changes to Team India coaching staff before the England series
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল (Team India)। রোহিত, বিরাট জামানা শেষ হতেই এবার দেশের সম্মান রক্ষার দায়িত্ব গিয়ে পড়েছে শুভমন গিল, ঋষভ পন্থ সহ, শার্দুল ঠাকুর, অভিমন্যু ঈশ্বরণদের কাঁধে। তাছাড়াও দীর্ঘ 8 বছরের অপেক্ষা কাটিয়ে ফের টেস্ট দলে জায়গা পেয়েছেন করুণ নায়ার।

ইংলিশদের বিরুদ্ধে আসন্ন সিরিজে তাঁর কাঁধে অনেক কিছু নির্ভর করবে। এহেন আবহে শোনা যাচ্ছে, ইংলিশদের বিরুদ্ধে যাত্রা শুরুর আগেই নাকি বদলে যাবে ভারতীয় দলের কোচিং স্টাফের চেহারা। সূত্রের খবর, এক নতুন বিদেশির ওপর নাকি ভরসা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ডের নজরে নতুন বিদেশি?

গত বছরের জুলাইয়ে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর। সেবার বোর্ডের সিদ্ধান্তে একেবারে চেনা ছক ভেঙে সহকারি কোচ বেছে নিয়েছিলেন গম্ভীর। মূলত অভিষেক নায়ারকে নিজের সহকারীর পদে বসিয়েছিলেন টিম ইন্ডিয়ার হেডস্যার। এরপর একে একে বোলিং পরামর্শদাতা হিসেবে মর্ণি মর্কেল ও আরেক সহকারি কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল নেদারল্যান্ডসের রায়ান টেন দুশখাতেকেও।

তবে সেই দায়িত্বভার 8 মাসের বেড়া অতিক্রম করতেই গম্ভীরের সাথে সম্পর্কে ফাটল ধরে অনেকেরই। তার ওপর আবার গৌতমের স্বপ্নের দল প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ও পরে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজ চলাকালীন ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছিল। যদিও পরবর্তীতে, অভিষেক নায়ারের বিরুদ্ধে ড্রেসিং রুম থেকে তথ্য ফাঁসের অভিযোগ এনে তাঁকে বরখাস্ত করে দেয় বোর্ড।

বাকি মর্কেল ও দুশখাতে নিজেদের দায়িত্বে থাকলেও সম্প্রতি স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই BCCI-র কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। এমতাবস্থায় শোনা যাচ্ছে, ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে থাকা সীতাংশু কোটাককেও সরিয়ে দিতে পারে বোর্ড! আপাতত যা খবর, তাঁর কোচিংয়ে যদি ইংল্যান্ড সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা ভাল পারফরমেন্স না দেখাতে পারেন সে ক্ষেত্রে, তাঁর বদলি হিসেবে এক প্রফাইল তারকাকে নিয়োগ করতে পারে বোর্ড।

অবশ্যই পড়ুন: ২০২৬ থেকেই ভারতে শুরু বুলেট ট্রেন পরিষেবা! প্রকাশ্যে স্টেশনের তালিকা

সূত্র বলছে, ভারতের ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসকে সুযোগ দিতে পারে BCCI। মনে করা হচ্ছে, টেস্ট ও ওয়ানডে ক্রিকেট মিলিয়ে প্রায় 25 হাজার রানের অধিকারী কালিসকে দায়িত্ব দেওয়া হলে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরমেন্স অন্য পর্যায়ে নিয়ে যাবেন তিনি। যদিও বোর্ডের তরফ নতুন ব্যাটিং কোচ সই করানো নিয়ে কোনও বক্তব্য আসেনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join