বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় দুঃসংবাদ! ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের আগেই টিম ইন্ডিয়ার পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহকে বিরাট ঝটকা দিতে পারে BCCI! শোনা যাচ্ছে, জুন মাসে শুরু হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের 5 ম্যাচে পাওয়া যাবে না জসপ্রীতকে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ইংলিশদের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় তারকার টেস্ট দলের পদও কেড়ে নিতে পারে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
বুমরাহর পদ কেড়ে নেবে BCCI?
আসন্ন জুনের 20 তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ। জানিয়ে রাখি, বহু অপেক্ষিত 2025-27 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের হাত ধরেই। ফলত, ইংলিশদের বিপক্ষে এই যাত্রা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছেন অনেকেই। এহেন আবহে শোনা যাচ্ছে মন খারাপ করা খবর!
সূত্র বলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, সদ্য চোট কাটিয়ে ওঠা বুমরাহকে নিয়ে নাকি আর দুঃসময়ে দেখতে চাইছে না বোর্ড। তাই তাঁর শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই ইংল্যান্ড সফরের 5 ম্যাচে বুমরাহকে নাও রাখতে পারে BCCI।
বর্ডার গাভাস্কার ট্রফিতে দায়িত্ব পেয়েছিলেন বুমরাহ
ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিতের ডেপুটি হিসেবে টেস্ট দলে বড় দায়িত্ব পেয়েছিলেন জসপ্রীত। এই সফরে টিম ইন্ডিয়া, অজিদের বিরুদ্ধে যে একটিমাত্র ম্যাচ জিতেছিল, সেখানেই অধিনায়কত্ব করেছিলেন বুমরাহ। আসলে রোহিত শর্মা আচমকা অধিনায়কের পদ থেকে নিজেকে সাময়িক অব্যাহতি দেওয়ায় সেই দায়িত্ব গিয়ে পড়েছিল বুমরাহর কাঁধে। যদিও সেই সফর থেকেই ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বুমরাহ। তাই মনে করা হচ্ছে, এবার তাঁর এই পদ কেড়ে নিতে পারে BCCI।
বিকল্প সহ অধিনায়ক খুঁজছে বোর্ড?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজ চলাকালীন শেষের দিকে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বুমরাহ। এরপর দীর্ঘ বিশ্রাম পর্ব কাটিয়ে রিহ্যাব শেষে মাঠে ফিরেছেন তিনি। তবে বোর্ডের একটি সূত্র বলছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁর ওপর থেকে ওয়ার্কলোড কমিয়ে আনতে চায় BCCI। মূলত সেই কারণেই, তাঁকে 5 ম্যাচে খেলানো সম্ভব হবে না। কাজেই সহ অধিনায়কের পদ থেকে বুমরাহকে সরিয়ে বোর্ড এমন কাউকে দায়িত্ব দিতে চাইছে, যে কিনা ইংলিশদের বিপক্ষে 5 ম্যাচেই দলকে সঙ্গ দিতে পারবেন।
অবশ্যই পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১ রানে সম্মান রক্ষা! প্লে অফের অঙ্ক কতটা সহজ হল KKR-র?
সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা এমন কাউকে খুঁজছি যে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচেই সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন। সর্বোপরি, প্রতিটি ম্যাচেই অংশ নিতে পারবেন তিনি। কারণ, বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে খেলবেন না। তাই ওকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কোনও প্রসঙ্গই ওঠে না! ওই কর্মকর্তা আরও বলেন, বুমরাহকে সহ অধিনায়কের দায়িত্বে রাখা হলে প্রত্যেক ম্যাচে আলাদা আলাদা ব্যক্তিকে সহ অধিনায়ক হিসেবে বাছতে হবে। আর সেই ভোগান্তি পোয়াতে চায়না বোর্ড।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |