বাদ পড়বেন শুভমন গিল, চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ায় ODI অভিষেক হতে পারে তরুণ তারকার

Published on:

rohit shubman gill

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অজিদের ঘরের মাঠে দাপট দেখিয়ে দলের দায়িত্ব কাঁধে তুলেছিলেন তিনি। ধারাবাহিক রান না এলেও বর্ডার গাভাস্কার সিরিজের বেশ কয়েকটি ম্যাচ দখলে ছিল তাঁর। অজিদের তোপের মুখে পড়ে যখন একে একে মাঠ ছাড়ছেন রোহিত-বিরাটরা-পন্থরা, ঠিক তখনই শক্ত হাতে জাতীয় দলের হাল ধরেছিলেন ভারতীয় তরুণ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তাই কঠিন সময়ের যোদ্ধাকে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা দেবে বোর্ড। হ্যাঁ, শত্রু শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ওডিআই দলে অভিষেক হতে চলেছে তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। তবে তাঁকে জায়গা দিতে হলে ছাঁটাই করতে হবে আরেক ধুরন্ধর ওপেনারকে!

শুভমন গিলকে সরিয়ে শর্মার দলে জায়গা হবে যশস্বীর?

ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। তবে তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। ইংলিশ বাহিনীর বিপক্ষে প্রথমে টি-টোয়েন্টি এবং পরে ওয়ানডে ম্যাচ দিয়ে দলের বাকিদের আত্মবিশ্বাস মগডালে তোলার চেষ্টা করবে টিম ইন্ডিয়ার ছেলেরা। এদিকে আইসিসির বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, আগামী 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে ভারতকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে চূড়ান্ত তালিকা প্রকাশিত না হলেও অধিনায়ক রোহিতের দলে কারা কারা যোগ দেবেন তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত স্কোয়াড প্রকাশের। তবে এসবের মাঝেই জেঁকে বসেছে নতুন খবর। জানা যাচ্ছে অজিভূমিতে ভাল পারফরমেন্সকে পুঁজি করে এবার ভারতীয় ওয়ানডে স্কোয়াডে অভিষেক হতে পারে জয়সওয়ালের।

অনেকেই মনে করছেন, যশস্বী টপ অর্ডারের ওপেনার হিসেবে জায়গা পেলে গদি হারাতে পারেন শুভমন গিল। যদিও কেউ কেউ আবার গিলকে দলে রেখেই তৃতীয় ওপেনার হিসেবে যশস্বীর উপস্থিতির কথা ভাবছেন। তবে এখনও পর্যন্ত এই সম্ভবনার কোনওটিই স্পষ্ট নয়।

কেন গুরুত্ব পাচ্ছেন জয়সওয়াল?

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ভরাডুবি কাঁদিয়েছে সমর্থকদের। নিউজিল্যান্ডের চুনকাম সিরিজের পর বিরাট-রোহিতদের ব্যর্থতা ভারতীয় দলকে কয়েকশো ধাপ পিছিয়ে দিয়েছে। হাত থেকে ফসকেছে বর্ডার গাভাস্কার সিরিজ। ভেঙে চুরমার হয়ে গিয়েছে WTC ফাইনালে ওঠার সাহসী স্বপ্নও। তবে এসবের মাঝেই অল্প সময়ের জন্য হলেও সমর্থকদের মুখের হাসি চওড়া করেছেন ভারতের তরুণ প্রতিভা যশস্বী।

অস্ট্রেলিয়া সিরিজে টিম ইন্ডিয়ার বোলিং যেমন বুমরাহর কাঁধে চেপে এগোচ্ছিল, ঠিক তেমনই জাতীয় দলের ব্যাটিং লাইনও বেঁকে বসত যদি না মাঠে টিকে থাকতেন জয়সওয়াল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ভরাডুবির মাঝেও উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন তরুণ তারকা যশস্বী। বলা বাহুল্য, সব ধরনের বোলারকে দক্ষ হাতে শায়েস্তা করার ক্ষমতা রয়েছে তাঁর। হয়তো সেই কারণেই চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় স্কোয়াডে জায়গা হতে পারে জয়সওয়ালের।

2 বছরের মধ্যেই জাত চিনিয়েছেন যশস্বী

আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার নিরিখে খুব একটা সড়গড় নন যশস্বী জয়সওয়াল। 2023 সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে টেস্টে সিরিজের হাত ধরে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় তাঁর। পরবর্তী বছর অর্থাৎ 2024 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুই ফরম্যাট মিলিয়ে 1478 রান করেছেন জয়সওয়াল।

মাত্র 15 ম্যাচেই এই কীর্তি গড়েছেন ভারতীয় তারকা। টেস্ট পরিসংখ্যান বলছে, যশস্বী এখনও পর্যন্ত 19টি টেস্টর অংশ হয়ে 1798 রান হাঁকিয়েছেন। সেই সাথে 200 উর্ধ সর্বাধিক ইনিংস সহ 4টি শতরান ও 10টি অর্ধশতরান রয়েছে তাঁর নামে। টি-টোয়েন্টির কথা বললে, আজ পর্যন্ত মোট 23টি 20 ওভারের ম্যাচে 723 রানের রেকর্ড গড়েছেন জয়সওয়াল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group