ম্যাচ প্রতি দেবে ৪ কোটি ৫০ লাখ, ২১ দিনের মাথায় BCCI এর নতুন স্পনসর হল অ্যাপোলো টায়ার্স

Published on:

BCCI New Sponsor Is Apollo tyres

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লোকসভার পর রাজ্যসভাতেও অনলাইন গেমিং বিল পাস করিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাই শেষ পর্যন্ত, Dream11 এর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভেঙে যায় পুরনো চুক্তি। যার ফলে, এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। যদিও সেসবের মাঝেই চলছিল নতুন স্পনসরের খোঁজ। শেষ পর্যন্ত Dream11 এর সাথে বিচ্ছেদের 21 দিনের মাথায় নতুন স্পনসর (BCCI New Sponsor) খুঁজে পেল BCCI। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের স্পনসর হয়েছে অ্যাপোলো টায়ার্স। 2027 সাল পর্যন্ত তাদের সাথেই চুক্তি হয়েছে বোর্ডের।

ম্যাচ প্রতি BCCI-কে কত টাকা দেবে নতুন স্পনসর?

BCCI.TV ওয়েবসাইট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের আগের স্পনসর Dream11 প্রতি ম্যাচের জন্য বোর্ডকে 4 কোটি টাকা করে দিত। তবে জানা যাচ্ছে, 2027 পর্যন্ত প্রায় 130টি ম্যাচ খেলবে ভারতীয় দল। আর সেই যাত্রায় প্রতিটি ম্যাচের জন্য নতুন স্পনসর অ্যাপোলো টায়ার্সের কাছ থেকে 4 কোটি 50 লক্ষ টাকা করে পাবে BCCI। যদিও এই চুক্তি কবে থেকে কার্যকর হচ্ছে তা জানা যায়নি।

মহিলাদের বিশ্বকাপে ভারতের জার্সিতে থাকবে অ্যাপোলো টায়ার্স

Dream11 এর সাথে চুক্তি ভঙ্গের পর নতুন স্পনসর খুঁজে না পাওয়ায় এশিয়া কাপে স্পনসরহীন জার্সি পরেই খেলতে হচ্ছে সূর্যকুমার যাদবদের। একই অবস্থা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামা ভারতীয় মহিলা দলেরও। হয়তো নতুন করে আর এশিয়া কাপের মাঝে নতুন জার্সি তৈরি করবে না ভারত। তবে শোনা যাচ্ছে, আসন্ন 30 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের জার্সিতে থাকবে অ্যাপোলো টায়ার্সের লোগো।

অবশ্যই পড়ুন: দুধ থেকে ঘি, মাখনের দাম কমানোর ঘোষণা করল Mother Dairy

প্রসঙ্গত, 2026 সালের জুলাই মাস পর্যন্ত ভারতীয় দলের প্রধান স্পনসর থাকার কথা ছিল Dream11 এর। তবে কেন্দ্রীয় সরকারের নতুন অনলাইন গেমিং বিল পাস হওয়ার কারণে মাঝপথেই সংস্থাটির সাথে 358 কোটির চুক্তি ভাঙতে হয় বোর্ডকে। আর এরপরই নতুন স্পনসরের জন্য দরপত্র হাঁকায় BCCI। শুরুর দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে গাঁটছড়া বাঁধতে আগ্রহ দেখিয়েছিল সাহারা, স্টার গোষ্ঠী, বাইজুস এমনকি ওপোর মতো সংস্থা। মাঝে বেশ কয়েকবার বোর্ডের সম্ভাব্য স্পনসর হিসেবে উঠে এসেছে টয়োটার নামও। তবে শেষ পর্যন্ত ভারতীয় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথেই চুক্তির বাঁধনে আবদ্ধ হল BCCI।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥