বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। তবে পুরনো সিদ্ধান্তে অনড় থেকে পাক মন্ত্রী ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি টিম ইন্ডিয়া। অভিযোগ উঠছে, ভারতীয় দল ট্রফি না নেওয়ায় তা নিয়ে পগারপার PCB প্রধান। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সাথে খুব শীঘ্রই মহসিন নকভির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI On Mohsin Naqvi)।
নকভিকে নিয়ে মুখ খুললেন BCCI সচিব
ষষ্ঠীর রাতে পাকিস্তানের দম্ভ ঘুঁচিয়ে দিয়েছে ভারত। এদিন সূর্যকুমারদের কল্পনায় ট্রফি হাতে সেলিব্রেশানের পরমুহূর্তেই সংবাদ সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ জানিয়েছেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে। সে কারণেই আমরা পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মূলত নীতিগতভাবেই এমন সিদ্ধান্তে উপনীত হই আমরা। তাই বলে এই নয় যে, ভদ্রলোক ভারতীয় দলের মেডেল এবং ট্রফি নিয়ে পালিয়ে যাবেন।’
এদিন নকভি প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব আরও বলেন, ‘সমস্ত দিক মাথায় রেখেই আমরা ওনার কাছ থেকে ট্রফি নেব না বলেই ঠিক করেছিলাম। কিন্তু এসব কী?’ দেবজিতের কথায়, ‘যত দ্রুত সম্ভব ভারতের হকের ট্রফি এবং মেডেল ফিরিয়ে দেওয়া হোক।’ যদিও তার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে বৈঠকে নকভির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ জানাবে BCCI, তেমনটাই জানালেন সাইকিয়া।
অবশ্যই পড়ুন: ‘মেডেল, ট্রফি নিয়ে পালিয়েছেন নকভি!’ পুরস্কারের সব অর্থ ভারতীয় সেনাকে দান সূর্যকুমারের
উল্লেখ্য, গতকাল ট্রফিহীন উদযাপনের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমি আমার ক্রিকেট জীবনে এই প্রথম দেখলাম যে, কোনও বল ফাইনাল জেতার পরও ট্রফি পায়নি। আসলে, আমাদের কাছে দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছে ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই তো পাওনা।’ এদিন এশিয়া কাপ জেতার পর ম্যাচ ফিয়ের সমস্ত অর্থ ভারতীয় সেনাবাহিনীকে দান করার সিদ্ধান্ত নেন স্কাই। অন্যদিকে, হারের পর বীরত্ব দেখিয়ে 1 কোটি 70 লক্ষ টাকার চেক নিয়েও তা মাঠে ছুড়ে ফেলেন পাক অধিনায়ক সলমান আলি আঘা।