‘কোনও আইন নেই…’ অবশেষে নো হ্যান্ডশেক বিতর্কে নীরবতা ভাঙল BCCI!

Published on:

BCCI On No Handshake Controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার ম্যাচ শেষে পাকিস্তানিদের সাথে হাত মেলাননি সূর্যকুমার যাদবেরা। পরাজয়ের থেকেও বোধহয় পাকিস্তানের কাছে সেটাই সবচেয়ে বেশি হতাশার। তাই তো, টিম ইন্ডিয়ার কাছে নাকানি চোবানি খাওয়ার পরও নো হ্যান্ডশেক বিতর্ক নিয়ে সময় কাটাচ্ছে পাক দল।

পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবারের মতো একই মঞ্চে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাই ম্যাচ শেষে সাফল্যকে উদযাপন না করেই সোজা মাঠ ছেড়ে বেরিয়ে যান সূর্য এবং শিবম। এদিকে হাত মেলানোর জন্য মাঠে অপেক্ষা করছিলেন পাক প্লেয়াররা। তবে আশা পূরণ না হওয়ায় ভারতের বিরুদ্ধে তোপ দেগে চলছে পাকিস্তান। এরই মাঝে গোটা ঘটনার দায় ম্যাচ রেফারির উপর চাপিয়ে ICC-র কাছে তাঁকে অপসারণের দাবি রাখে PCB। এমতাবস্থায় এবার নো হ্যান্ডশেক বিতর্ক নিয়ে মুখ খুলল BCCI (BCCI On No Handshake)!

নীরবতা ভাঙল BCCI!

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাফ জানিয়েছেন, করমর্দন করার বিষয়ে ক্রিকেটে কোনও আইনে। রবিবার রাতে ভারতীয় প্লেয়ারদের হাত না মেলানোর বিষয়টিকে সামনে এনে ওই BCCI কর্মকর্তা জানান, যদি নিয়মে চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে প্রতিপক্ষের সাথে হ্যান্ডশেক নিয়ে কোথাও কোনও আইন নেই।

কাজেই, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মে হ্যান্ডশেক বাধ্যতামূলক নয় এবং এ সংক্রান্ত কোনও আইনও নেই, তাই প্লেয়ারদের সেটা অনুসরণ করতে হবে তেমন কোনও কথাও নেই। আমি মনে করি, ভারতের প্লেয়াররা প্রতিপক্ষ দলের সাথে করমর্দন না করে ঠিকই করেছে! যাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ তাদের সাথে হাত মেলানোর প্রয়োজন নেই!

অবশ্যই পড়ুন: পুজোর আগে দাম কমল সোনা-রুপোর! আজকের রেট

পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালককে বরখাস্ত করল PCB!

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের সাথে হ্যান্ডশেক বিতর্কের পর এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক উসমান ওয়াহালাকে অপসারণ করেছে মহসিন নকভির বোর্ড। PCB-র যুক্তি, তিনি পাকিস্তানের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। তাঁর উচিত ছিল হ্যান্ডশেক বিতর্কের আগে ম্যাচ রেফারির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। তবে তিনি সেই কাজ করতে পারেননি। তাই তাকে অপসারণ করা হল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥