মাঠ থেকে সোজা হাসপাতাল! কতটা গুরুতর ঋষভ পন্থের চোট? জানাল BCCI

Published on:

BCCI On Rishabh Pant New Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনেই ফের চোট যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন টিম ইন্ডিয়ার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। আসলে ইংলিশ তারকা ক্রিস ওকসের দুরন্ত বলে রিভার্স করার চেষ্টা করলে বলটি সরাসরি গিয়ে পন্থের পায়ে হিট করে। আর এরপরই যন্ত্রণায় ছটফট করতে থাকেন ভারতীয় তারকা! মাঠে আসে ফিজিও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে শেষ পর্যন্ত কাজের কাজ হয়নি। যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়েন ঋষভ। তবে এদিন শুধু মাঠই নয়, গোটা স্টেডিয়াম ছাড়তে হয়েছিল পন্থকে। অবস্থা বেগতিক দেখে তাঁকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এহেন আবহে এবার টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যানকে নিয়ে বড় আপডেট দিল BCCI।

পন্থকে নিয়ে নতুন আপডেট দিল BCCI

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনই ভারতের ভাগ্যাকাশে ছিল কালো মেঘের ঘনঘটা। হয়তো সেই কারণেই এদিন ফের ব্যর্থ হন অধিনায়ক শুভমন গিল। তবে বাকিদের চেষ্টার মাঝেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় রুখে দাঁড়িয়েছিলেন ঋষভ। কিন্তু কথায় আছে না, ভাগ্যই শেষ কথা বলে! গতকাল সেটাই হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: পন্থের জায়গায় অন্য ব্যাটসম্যান নামাবে টিম ইন্ডিয়া? যা বলছে কনকাশন সাবের নিয়ম

ইংলিশ তারকার বলে রিভার্স সুইপ করতে গিয়েই পায়ে গুরুতর চোট পাওয়ার পর যন্ত্রণায় চিৎকার করছিলেন তারকা! আঘাত এতটাই গুরুতর ছিল যে, এদিন ঋষভের পা থেকে রক্ত ঝরতে শুরু করে! শেষ পর্যন্ত ফিজিওর তত্ত্বাবধানে কাজ না হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর এসবের মাঝেই অনেকেই বলছেন হয়তো, এই মুহূর্তে ম্যানচেস্টার টেস্টে আর ফিরে আসা সম্ভব নয় পন্থের!

ঠিক সেই আবহে পন্থকে নিয়ে নতুন আপডেট দিল বোর্ড। গতকালই বোর্ডের তরফে জানানো হয়, পন্থের ডান পায়ের চোট গুরুতর। তাঁকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তিনি বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। বোর্ডের তরফে এমন খবরের পর অনেকেই আশা করছেন, মেডিকেল টিমের সহযোগিতায় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ঋষভ। তবে চোটের পর পন্থ ম্যানচেস্টার টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group