বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বহু আগেই। শেষ পর্যন্ত টেস্টের ক্ষেত্রেও ওই একই সিদ্ধান্ত জানিয়েছেন দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোকো জুটির লাল বলের ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘটনাকে যদিও মেনে নিতে পারেননি অনেকেই। তবে সময়ের সাথে সাথে তাও সয়ে গিয়েছে ভক্তদের। বর্তমানে দুই মহা তারকাকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে মর্যাদা রক্ষার লড়াই লড়ছে শুভমনের ভারত।
তবে এসবের মাঝেই, দুই ভারতীয় কিংবদন্তির কামব্যাক নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কেননা, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন আগস্টে হতে যাওয়া ওয়ানডে সিরিজে ফের রোহিত, বিরাটকে মাঠে দেখার সৌভাগ্য হত ভক্তদের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও BCB-র সিদ্ধান্তে বহু অপেক্ষিত সিরিজ আপাতত স্থগিত।
সেই কারণেই রোহিত, বিরাটের কামব্যাক নিয়ে অপেক্ষায় বেড়েছে ভক্তদের। যদিও এরই মাঝে শোনা যাচ্ছে, ওয়ানডে থেকেও নাকি অবসর নিতে পারেন রোহিত এবং বিরাট! হ্যাঁ, কার্যত এমন জল্পনাতেই দিন কাটাতে হচ্ছে ভারতীয় সমর্থকদের। ঠিক কবে ওয়ানডে ক্রিকেটে রোহিত, বিরাটকে দেখতে পাওয়া যাবে? আদৌ তাঁরা আর খেলবেন কিনা সেসব নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। এবার সেই জল্পনা ভেঙে দুই মহা তারকাকে নিয়ে অবস্থান স্পষ্ট করল BCCI।
এখনই ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না রোহিত, বিরাট
বিগত দিনগুলিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ক্রিকেট নিয়ে চলা ধোঁয়াশা এবার শেষ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। ১৫ জুলাই লন্ডনে সংবাদ সংস্থা ANI-র মুখোমুখি হয়ে BCCI-এর সহ-সভাপতি বলেন, আমরা সবাই রোহিত এবং বিরাটকে খুব মিস করছি। কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজেরাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
আসলে BCCI-এর নীতি অনুযায়ী, আমরা কখনই কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলি না.. এমনকি কোন ফরম্যাট থেকে অবসর নেবেন সেটাও আমরা ঠিক করে দিই না। অবসরের সিদ্ধান্ত পুরোপুরি ক্রিকেটারদের ওপর নির্ভর করে। রোহিত এবং বিরাট দুজনেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা তাদের মিস করছি। তাঁরা সব সময় দুরন্ত ব্যাটসম্যান হিসেবেই বিবেচিত হবেন। সবশেষে রাজিব শুক্লা জানিয়ে দেন, আমাদের জন্য সবচেয়ে ভাল দিক এটাই যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ওয়ানডের জন্য পাওয়া যাবে।
RAJEEV SHUKLA ON VIRAT KOHLI & ROHIT SHARMA. [ANI]
– “Rohit & Kohli are available for all the ODI matches”. 🇮🇳 pic.twitter.com/b9x4C0U3Sz
— Johns. (@CricCrazyJohns) July 15, 2025
অবশ্যই পড়ুন: AI বদলে দিল NHAI-র ভাবমূর্তি! ২৫,৬৮০ কোটি টাকা সাশ্রয় হল সরকারের
ওয়ানডের অধিনায়কত্ব হারাতে পারেন রোহিত?
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর না নিলেও, হয়তো একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কের পদটা ছাড়তে হতে বিরাট সতীর্থ রহিত শর্মাকে! বিগত দিনগুলিতে মূলত এমন সম্ভাবনাই ঘোরাফেরা করছে নানা মহলে! অনেকেই বলছেন, টেস্ট দলের মতোই ওয়ানডেতেও শুভমনের ওপর ভরসা রাখবে বোর্ড। সূত্রের দাবি, শুভমন গিল যদি ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে ফিরতে পারেন তবে সেক্ষেত্রে রোহিতকে সরিয়ে তাঁকেই ওয়ানডে দলের অধিনায়ক করবে বোর্ড! যদিও BCCI-র তরফে এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে, ওয়ানডে ক্রিকেট নিয়ে স্বস্তি ফিরলেও রোহিতের অধিনায়কত্ব হারানোর আশঙ্কায় ভুগছেন হিটম্যান ভক্তরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |