প্রথম ম্যাচ KKR-র, ফাইনাল ইডেনে, IPL 2025 শুরুর দিনক্ষণ জানাল BCCI

Published:

ipl 2025 date
Follow

কৌশিক দত্ত, কলকাতাঃ শীঘ্রই শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ IPL 2025। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু এবং ফাইনালের দিনক্ষণ ঘোষণা করেছে বিসিসিআই। এবার IPL ২১ মার্চ থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। BCCI-র ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল এ বিষয়ে জানিয়েছেন। মুম্বইয়ে BCCI-র বার্ষিক বৈঠকের পর রাজীব শুক্ল এ তথ্য জানান।

আইপিএল ২০২৫ শুরুর দিনক্ষণ | IPL 2025 Date |

বিসিসিআইয়ের সহঅধ্যক্ষ রাজীব শুক্ল সংবাদ সংস্থা ANI-র সঙ্গে কথা বলার সময় জানান যে, IPL 2025 এর উদ্বোধনী ম্যাচ ২৩ মার্চ হবে। রাজীব শুক্ল জানিয়েছেন যে, IPL ২০২৫ ২৩ মার্চ থেকে শুরু হবে, কিন্তু সঞ্চালন সমিতির সদস্যরা জানিয়েছেন যে, এটি ২০ বা ২১ মার্চ থেকে শুরু হতে পারে।

কবে হবে ফাইনাল? IPL 2025 Final

ESPN CricInfo-র রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্ট ২১ মার্চ থেকে শুরু হবে আর ২৫ মে ফাইনাল খেলা হবে। গতবছর মানে IPL ২০২৪ ২২ মার্চ থেকে শুরু হয়েছিল প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে হয়েছিল। ফাইনাল ২৬ মে’তে হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স সেবার ট্রফি জয় করেছিল। রিপোর্ট অনুযায়ী এবার উদ্বোধনী ম্যাচ খেলবে KKR এবং ইডেন গার্ডেন্সে ফাইনালের আয়োজন হবে।

আরও পড়ুনঃ গাড়ির গতি নিয়ে নয়া নিয়ম জারি পশ্চিমবঙ্গ সরকারের, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন

উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর BCCI জয় শাহের জায়গায় নতুন সচিব পেয়েছে গতকাল। রবিবার দেবজিৎ সাইকিয়ার নাম BCCI-র সচিবের জন্য ঘোষণা করা হয়েছে। আসলে জয় শাহ বর্তমানে ICC চেয়াম্যান হয়েছেন। আর সেই কারণে তাঁর জায়গা ফাঁকা ছিল। এবার সেই জায়গায় ভরাট হল। এদিকে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বিসিসিআইয়ের আগামী বৈঠক রয়েছে, সেখানে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দলের ঘোষণা হবে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join