বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের বড় দায়িত্বে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। জানা যাচ্ছে, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের স্বার্থে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মাহিকে মেন্টর হিসেবে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI Proposal To MS Dhoni)। ইতিমধ্যেই ধোনির কাছে পৌঁছেছে সেই প্রস্তাব। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি প্রধান কোচ গৌতম গম্ভীরের উপর আর আস্থা নেই BCCI এর?
হঠাৎ কেন ধোনিকে বড় দায়িত্ব দিতে মরিয়া বোর্ড?
ক্রিকব্লগারের একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনিকে জাতীয় দলের মেন্টর করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বোর্ডের এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন করে মাহিকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড।
কিন্তু কেন? ওই আধিকারিকের কথায়, আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করে, ধোনির মতো শান্ত স্বভাবের একজন ব্যক্তি যদি ভারতীয় দলের দায়িত্ব নেন তবে আগামী দিনে তা দেশের জন্যই ভাল।
এছাড়াও ওর মস্তিষ্ক, পরিকল্পনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতাকে সামনে রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের ওই আধিকারিক মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি ভারতীয় দলের সম্পদ হতে পারেন।
গম্ভীরের উপর তাহলে কি আস্থা নেই বোর্ডের?
মহেন্দ্র সিং ধোনিকে বোর্ডের প্রস্তাবের খবর প্রকাশ্যে আসতেই বেড়েছে জল্পনা। অনেকেই জানতে চাইছেন তাহলে কি গম্ভীরের উপর থেকে ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? সেই সূত্রে বলি, গৌতম গম্ভীর ছোট ফরম্যাটে অন্যতম সফল কোচ।
কিন্তু তা সত্বেও ধোনিকে মেন্টর হিসেবে প্রস্তাব দেওয়ার বড় কারণ হতে পারে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসরের পর টি-টোয়েন্টি দলে প্লেয়াররা যাতে তাদের সমস্যা এবং তার সমাধানের জন্য ধোনির কাছে এসে সবটা জানাতে পারেন এবং সেই মতো মাহিও তাঁদের যথাযথ পরামর্শ দেবেন বলেই আশা করছে BCCI।
অবশ্যই পড়ুন: আমেরিকা নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে ভারত! মোদিকে ফোনে কাতর আর্জি জেলেনস্কির
উল্লেখ্য, এর আগে ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে মেন্টরের দায়িত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেবার টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্তি ছিলেন প্রধান কোচ। যদিও সে বছর ধোনির হাতে ধরা দেয়নি সাফল্য। বিশ্বকাপের নকআউট পর্বের আগেই ছিটকে গিয়েছিল ভারত।
তবে আশা করা হচ্ছে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে টিম ইন্ডিয়ার। কিন্তু ধোনির দায়িত্ব পাওয়ার পথে সমস্যা হতে পারে একটি বিষয়। তা হল, কোচ গৌতম গম্ভীরের সাথে সে অর্থে মতের মিল হয় না মাহির। এর আগে বেশ কয়েকবার গম্ভীরের মুখে শোনা গিয়েছিল ধোনির সমালোচনা। তাছাড়াও বোর্ডের এই প্রস্তাবে আদৌ মাহি রাজি হবেন কিনা সে বিষয়েও সংশয় রয়েছে নানা মহলে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |