দু-একদিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি… মুখ খুললেন BCCI সচিব

Published:

BCCI Secretary On Asia Cup Trophy devajit Saikia Statement
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ শেষ হয়েছে, আজ এক মাস অতিক্রান্ত। তাও নিজেদের প্রাপ্য ট্রফি হাতে পায়নি ভারতীয় দল। সেই ট্রফি আটকে রেখেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান মহসিন নকভি। যা ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রোধের আগুনে নতুন মাত্রা জুড়েছে। এমতাবস্থায়, এশিয়া কাপের ট্রফি নিয়ে বড়সড় বার্তা দিলেন BCCI সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary On Asia Cup Trophy)। বোর্ড সচিবের কথায়, ‘আর দু একদিনের মধ্যেই মুম্বইয়ে বোর্ডের দপ্তরে চলে আসবে ট্রফি।’ তবে যদি সেটা না হয় সেক্ষেত্রে কোন পথে হাঁটবে BCCI? তাও জানিয়ে দিলেন তিনি।

ট্রফি প্রসঙ্গে BCCI সচিবের স্পষ্ট বক্তব্য

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নিজের নির্লজ্জতা কাটিয়ে কবে ভারতকে ট্রফি ফিরিয়ে দেবেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট সমর্থকদের মনে। Cricket Addictor এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাফ জানিয়েছেন, ‘এশিয়া কাপ শেষ হয়েছে এক মাস হল। তা সত্ত্বেও ভারতীয় দলের হাতে আসেনি ট্রফি। তা নিয়ে আমরা বেজায় অখুশি। এ বিষয়ে বারবার প্রশ্ন তুলেছি। 10 দিন আগেই চিঠি পাঠানো হয়েছিল ACC চেয়ারম্যানকে। তাও সমাধান মেলেনি। তবে আশা করছি আর দু একদিনের মধ্যেই মুম্বইয়ে আমাদের বোর্ডের দপ্তরে সেটি চলে আসবে।’

অন্যথা হলে কী হবে? হুঁশিয়ারিও দিয়ে রাখলেন দেবজিৎ

শেষ পর্যন্ত যদি আগামী 48 বা 72 ঘণ্টার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে ট্রফি না আসে সেক্ষেত্রে কোন পথে হাঁটবে BCCI? সে প্রসঙ্গেও মুখ খুলে ছিলেন সচিব। একেবারে হুঁশিয়ারি দিয়ে সাইকিয়া বলেন, ‘পরবর্তীতে বিষয়টি কীভাবে সামলানো যায়, সেই ব্যাপারে তৈরি আছি। ভারতবাসীকে আশ্বস্ত করতে পারি, ট্রফি আমাদের দেশে আসবেই। কিন্তু কবে আসবে সেটা বলতে পারবো না। তবে আসবেই। ট্রফিটা আমরাই জিতেছে। সব হিসাব রয়েছে। শুধু হাতে পাইনি। আশা করছি শুভবুদ্ধির উদয় হলে সেটা ফিরিয়ে দেওয়া হবে।’ বলা বাহুল্য, আগামী 4 নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। ট্রফি না পেলে সেখানেই হয়তো কঠোর সিদ্ধান্ত নিতে পারে BCCI।

অবশ্যই পড়ুন: ব্যর্থতার দায় ম্যানেজমেন্টের উপর চাপালেন মোহনবাগান কোচ

উল্লেখ্য, সময়টা গত মাসের 28 তারিখ। এশিয়া কাপের ফাইনালের মঞ্চে প্রথমে ব্যাট করতে আসা পাকিস্তানকে 146 রানে গুটিয়ে দিয়েছিল ভারত। পরবর্তীতে 147 রানের লক্ষ্যকে সামনে রেখে মাঠে নামে ভারত। এদিন শুরুর দিকে কিছুটা ধাক্কা খেলেও তিলক বর্মার লড়াইয়ে 5 উইকেট হাতে রেখেই প্রতিবেশী পাকিস্তানকে বিদায় দেয় টিম ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join