অবসর নিয়ে BCCI-কে জানালেন কোহলি? মেলবোর্ন টেস্টে হারের পর এল বড় খবর

Published on:

virat kohli retirement

কৌশিক দত্ত, কলকাতাঃ মেলবোর্ন টেস্টে হার, বর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজয়। টিম ইন্ডিয়ার শনির দশা যেন কাটতেই চাইছে না। আর এই হারগুলোর পর সবথেকে বেশি সমালোচিত হচ্ছেন যারা তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার সমর্থকরাও এখন চাইছে এই দুজনা যেন অবসর নেয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে জয়লাভ করেছিল ভারত। আর সেই টেস্টের অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। ব্যাক্তিগত কারণে রোহিত শর্মা প্রথম টেস্টে খেলেননি, এর জন্য ভারতীয় দলের দায়িত্ব বুমরাহর কাঁধে গিয়ে পড়ে। এবং বুমরাহ সেই দায়িত্ব সামলে দলকে জয়ও এনে দেয়। কিন্তু রোহিত শর্মা দলে ফেরার পর সেই পরাজয়ের মুখেই পড়তে হয় টিম ইন্ডিয়াকে। আর এই কারণে অনেকেই চাইছেন যে, বুমরাহকে যেন শেষ টেস্টের অধিনায়ক করা হয়। এমনকি সমর্থকরা এও চাইছেন যে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হোক।

অবসর নিয়ে BCCI-কে জানালেন বিরাট কোহলি?

তবে এসব সমালোচনার মধ্যেই নিজের অবসর নিয়ে নাকি মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার বিরাট কোহলি। বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী, বিরাট কোহলি নাকি বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে, তিনি কবে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করবেন। বলে দিই, বিরাট কোহলি প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর আর তেমন কোনও বড় রান করতে পারেননি। গোটা সিরিজেই তিনি ফ্লপ ছিলেন। আর এই কারণে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোহলির অবসর নিয়ে বড় দাবি BCCI সূত্রের

বিসিসিআইয়ের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বিরাট কোহলি অবসর নিয়ে কথা বলেছেন। সূত্র জানিয়েছেন, কোহলি BCCI-কে জানিয়েছেন যে ২০২৭ সালে বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। এর মানে এই যে, কোহলি এখন অবসর নেওয়ার মুডে নেই। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ফ্লপ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে ক্লাস বসিয়েছেন ভারতীয় সমর্থকরাই। তাঁদের উপরে অবসরের চাপ বাড়ানো হচ্ছে। যদিও কোহলি এখন অবসর নেওয়ার মুডে নেই।

উল্লেখ্য, ২০২৪-র টি২০ বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি ও রোহিত শর্মা ক্রিকেটের সবথেকে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন। টিম ইন্ডিয়ার এই দুই প্লেয়ারই এখন নিজেদের সম্পূর্ণ ফোকাস ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের উপর দিয়েছেন। কিন্তু টেস্ট ক্রিকেটে দুজনাই পরপর ব্যর্থ হয়েছেন। যার জেরে তাঁদের অবসর নিয়ে জোর জল্পনাও চলছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group