বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত শুক্রবার সুরেলা কন্ঠের অধিকারী জুবিন গর্গকে হারিয়েছে ভারত। স্বনামধন্য সঙ্গীত শিল্পীর মৃত্যু ভারতীয় সংগীতজগতের এক অপূরণীয় ক্ষতি। জুবিন নিজের জীবনে কী অর্জন করেছেন তা বোঝা যায় অসমে চোখ রাখলেই। পড়শি রাজ্যের প্রায় সকলেই ঘরের ছেলে প্রিয় গায়ক জুবিনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন। তারকার শেষ যাত্রায় তাঁকে সঙ্গ দিতে অসমের রাজপথে পা বাড়িয়েছিলেন সে রাজ্যের বাসিন্দারা। এবার সেই অসমীয়া গায়ককে শ্রদ্ধা জানাতে বিশেষ পরিকল্পনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI To Pay Tribute Zubeen Garg)।
জানা যাচ্ছে, আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। BCCI সিদ্ধান্ত নিয়েছে, সেখানেই প্রয়াত গায়ককে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর মধ্যে দিয়েই উদ্বোধনী ম্যাচ শুরু করা হবে। ক্রিকবাজের রিপোর্ট বলছে, উদ্বোধনী অনুষ্ঠানের পুরো সময়টাই প্রয়াত গায়ক জুবিনকে উৎসর্গ করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদ্ধজনেরা।
প্রয়াত গায়ককে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত থাকবেন শেয়া ঘোষাল
আগেই জানা গিয়েছিল মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গুয়াহাটিতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তবে এরই মাঝে ঘটে গিয়েছে বড়সড় অঘটন। ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন জুবিন। তাই গুয়াহাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের গোটা সময়টাই প্রয়াত গায়ক জুবিন গর্গকে উৎসর্গ করেই গান গাইবেন শ্রেয়া। শোনা যাচ্ছে, শ্রেয়া ঘোষালের পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও কয়েকজন স্বনামধন্য ব্যক্তিত্ব।
অবশ্যই পড়ুন: ‘আমাদের ২০০ করতে দেওয়া হয়নি!’ হারের পর আজব যুক্তি পাক অধিনায়ক সলমানের
উল্লেখ্য, চলতি মাসের শেষ অর্থাৎ 30 সেপ্টেম্বর থেকে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে চলবে 2 নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন 8 দেশের মহিলা ক্রিকেটাররা। তবে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন গুয়াহাটিতে উপস্থিত থাকবেন 7 দলের মেয়েরা। গুয়াহাটির উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে পাকিস্তান। তারা অবশ্য মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়।