Indiahood-nabobarsho

IPL-র জাত শত্রু! এই ব্যক্তির থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ BCCI-র

Published on:

BCCI warns IPL teams about Hyderabad businessman

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র মাঝেই আচমকা বোর্ডের নয়া নির্দেশিকা! জানা যাচ্ছে, হায়দরাবাদের এক ব্যবসায়ীর সাথে ক্রিকেটারদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ওই ব্যবসায়ী নাকি ম্যাচ ফিক্সিংকারী বিভিন্ন বুকির সাথে জড়িত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শোনা যাচ্ছে, সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ গুলির আগে ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, টিম কর্তা, এমনকি ধারাভাষ্যকারদের সাথে যোগাযোগ করে তাঁদের কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন ওই ব্যক্তি। আর সেই কারণেই ভারতীয় বোর্ডের তরফে ওই অজ্ঞাত পরিচয়ের সাথে দূরত্ব বজায় রাখার নির্দেশ পেয়েছে IPL দলগুলি।

বোর্ডের বিরাট অভিযোগ

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10 দলের কাছেই পৌঁছেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশিকা। বোর্ডের তরফে হায়দরাবাদের ওই ব্যক্তির বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলে জানানো হয়েছে, হায়দরাবাদের একজন ব্যবসায়ী IPL-র সাথে যুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে চাল খাটানোর চেষ্টা করছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বোর্ডের তরফে বলা হয়, খুব সম্ভবত ওই ব্যক্তির সাথে দেশের বেশকিছু বেআইনি বুকি লবির যোগাযোগ রয়েছে। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে যুক্ত সকলকেই সতর্কবার্তা দিয়ে রেখেছে BCCI।

চলছে কড়া নজরদারি

জানা গিয়েছে, ওই অসাধু ব্যক্তির ছক বানচাল করতে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট গোটা বিষয়ের ওপর নজর রাখছে। একই সাথে কোনও খেলোয়াড় ওই ব্যবসায়ীর তরফে খারাপ প্রস্তাব পেয়েছেন কিনা সে বিষয়েও খোঁজ খবর চালাচ্ছে ভারতীয় বোর্ডের এই দুর্নীতি দমন শাখা।

সূত্রের খবর, গত IPL মরসুমেও নাকি ওই ব্যক্তি খেলোয়াড়দের পটিয়ে পাটিয়ে বুকি লবির সুবিধা করে দেওয়ার চেষ্টা করেছিলেন! এ বছরও সেই একই পথে হেঁটছেন তিনি। যেই খবর কানে আসতেই তড়িঘড়ি IPL দলগুলির সাথে যুক্ত সকলকে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অবশ্যই পড়ুন: বড় পরীক্ষায় সফল, চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা! কবে উদ্বোধন?

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, হায়দরাবাদের ওই অজ্ঞাত পরিচয় ব্যবসায়ী প্রথমে IPL প্লেয়ারদের সাথে সুসম্পর্ক তৈরি করেন। এরপরই ধীরে ধীরে তাঁদের সাথে গভীর সখ্যতা তৈরি হলে নানান রকম প্রলোভন দেখিয়ে ক্রিকেটারদের লোভনীয় সব প্রস্তাব দেন তিনি। সূত্র বলছে, শুধু খেলোয়াড়রাই নন, ক্রিকেটারদের পরিবার ও একেবারে ঘনিষ্ঠ মহলের সাথেও নাকি যোগাযোগ করেন ওই ব্যক্তি।

তাই এমন একজন খতরনাক ব্যক্তিত্বের থেকে ক্রিকেটারদের বাঁচাতে একেবারে আটঘাট বেঁধে নেমেছে BCCI। খোঁজ নিয়ে জানা গেল, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি নাকি খেলোয়াড়দের হোটেলে পৌঁছেছিলেন। বোর্ডের কাছে নাকি এও খবর রয়েছে, হায়দরাবাদের ওই ব্যবসায়ী দু একজন ক্রিকেটারের সাথে কথাও বলেছেন!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group