ঢাকায় ACC-র বৈঠকে অংশ নিতে রাজি নয় BCCI সহ একাধিক বোর্ড, এশিয়া কাপ হবে তো?

Published on:

BCCI will not attend Dhaka meeting before Asia Cup 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ নিয়ে গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক। আসন্ন সেপ্টেম্বরে ভারত এবং শ্রীলঙ্কা দু’দেশের মাটিতেই আয়োজিত হওয়ার কথা বহু অপেক্ষিত এশিয়া কাপ টুর্নামেন্ট। তবে পহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক যে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, তা ভাষায় প্রকাশ করার জায়গা নেই।

দু’দেশের মধ্যে সাম্প্রতিক সংঘাতের জের, জোরালো ধাক্কা খেয়েছে ক্রিকেটীয় সম্পর্কও। ফলত, এশিয়া কাপ সহ আগামী দিনে কোনও ক্রিকেটীয় টুর্নামেন্টে ভারত, পাকিস্তানের মুখোমুখি হবে কিনা তা যথেষ্ট সংশয়ের বিষয়। আর এ সবের মাঝেই বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের সাথে এশিয়া কাপ নিয়ে আগামী 24 জুলাই মহসিন নকভি পরিচালিত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ঢাকায়। তবে সেই বৈঠকে হাজির হতে গড় রাজি ভারতীয় ক্রিকেট বোর্ড।

ঢাকায় বৈঠক নিয়ে সমস্যা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের!

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপ নিয়ে মহসিন নকভির ঢাকার বৈঠকে যেতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মর্মে, ইতিমধ্যেই নাকি গোটা বিষয়টি জানিয়ে দিয়েছে BCCI। ওই রিপোর্ট বলছে, ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কারণেই, সেখানে উপস্থিত থাকতে রাজি নয় বোর্ড। আসলে পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠায় ওপার বাংলায় গিয়ে কোনও বৈঠকে অংশগ্রহণে মত নেই BCCI কর্তাদের!

ঢাকার বৈঠক থেকে মুখ ফেরাচ্ছে একাধিক বোর্ড

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের বৈঠক থেকে যে শুধুই ভারতীয় ক্রিকেট বোর্ড মুখ ফিরিয়ে নিচ্ছে তেমনটা একেবারেই নয়। রিপোর্ট অনুযায়ী, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের মতো দেশের ক্রিকেট বোর্ডও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওই ঢাকা ভিত্তিক বৈঠকে অংশ নিতে রাজি নয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

 

অবশ্যই পড়ুন: ভয়ঙ্কর চেহারা, রাক্ষুসে হাসি! তাও সেলিব্রেটিদের পছন্দ, কী এই লাবুবু ডল?

এশিয়া কাপ নিয়ে সমস্যা আরও বাড়ল

সাধারণত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সংবিধান বলে, এশিয়া কাপ সম্পর্কিত কোনও বৈঠকে যদি বেশিরভাগ অংশগ্রহণকারী দেশের বোর্ড বা বোর্ড কর্তারা উপস্থিত না থাকেন, তাহলে সেই বৈঠক অনর্থক। যদিও রিপোর্ট অনুযায়ী, ভারত সহ বেশিরভাগ দেশের ঢাকার বৈঠকে আপত্তি থাকা সত্ত্বেও পুরনো সিদ্ধান্ত থেকে এক ফোঁটাও নড়চড় নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ACC-র।

যদিও শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বৈঠকের স্থান বদলের আবেদন জানিয়ে চিঠি গিয়েছে, তবে তার কোনও প্রত্যুত্তর দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বৈঠকে বেশিরভাগ বোর্ডের আপত্তি থাকা সত্ত্বেও যদি ওই বৈঠক অনুষ্ঠিত হয় তবে, এশিয়া কাপ নিয়ে সমস্যা আরও বাড়বে। তবে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ভারতীয় বোর্ডকে তাঁতিয়ে কিছু করবে না ACC।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥