বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিস্ফোরক ব্যাটিংয়ের পর ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছেন বিহারের ভূমিপুত্র মাত্র 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী। ভারতীয় কিশোরের অসামান্য ক্রিকেট দক্ষতা দেখেই তাঁকে ভারতের অনূর্ধ্ব 19 দলে জায়গা দিয়েছে BCCI। বর্তমানে সেই দলের হয়েই ইংল্যান্ড সফরের (India Vs England) প্রস্তুতি নিচ্ছেন বৈভব।
এমতাবস্থায়, উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, এবার বৈভব সূর্যবংশী থেকেও ভয়ঙ্কর ব্যাটসম্যান পেয়ে গেল ভারত। জানা গিয়েছে 134 বলে 327 রানের অভাবনীয় ইনিংস খেলে এবার ছোট্ট বৈভবকেও পেরিয়ে গেলেন আরও খুদে ক্রিকেটার তথা 13 বছর বয়সী এক কিশোর।
বৈভবের থেকেও এগিয়ে এই কিশোর!
ভারতীয় ক্রিকেটে এখন কিশোরদের জামানা! তরুণ ক্রিকেটারদের ব্যর্থতার মাঝে খেল দেখাচ্ছেন খুদে খেলোয়াড়রা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ যার অন্যতম প্রমাণ। এবার সেই সূত্র ধরেই, বৈভব সূর্যবংশীর পর নতুন এক উঠতি প্রতিভার খবর পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, মাত্র 13 বছর বয়সী কিশোর এবার ব্যাট হাতে ঝড় তুলেছেন।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, তিনিও বিহারেরই বাসিন্দা। সূত্রের খবর, বিহারের মুজাফফরপুরের নিম চকের বাসিন্দা আয়ন রাজ সম্প্রতি মুজাফফরপুর জেলা ক্রিকেট লিগের অনূর্ধ-14 বিভাগে 134 বলে 327 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। খোঁজ নিয়ে জানা গেল, গত বৃহস্পতিবার, শুভঙ্করপুর পাটাহি মাঠে আয়োজিত জেলা ক্রিকেট লিগের ম্যাচে সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে 327 রানের মন মাতানো ইনিংস খেলেছিলেন আয়ন রাজ। যেখানে তিনি 41টি চার ও 22টি ছয় হাঁকিয়ে এবার বৈভবকেও পিছনে ফেলে দিলেন।
বৈভবেরই বন্ধু আয়ন!
খোঁজ খবর নিয়ে জানা গেল, মাত্র 5 বছর বয়স থেকেই ক্রিকেট খেলেন আয়ন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই অয়নেরই সব থেকে ঘনিষ্ঠ বন্ধু ও অনুপ্রেরণা বৈভব সূর্যবংশী। হ্যাঁ, রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র 35 বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকানো ছেলেটাকে দেখেই নাকি প্রতিবার ক্রিকেট খেলার শক্তি পায় আয়ন।। এ প্রসঙ্গে ক্ষুদে অয়ন জানিয়েছে, বৈভব ভাইয়ের সাথে কথা বললেই আমি অনুপ্রাণিত হই। আমরা ছোটবেলায় একসাথে খেলতাম। আজ ও বড় হয়েছে, আমিও ওর পথ অনুসরণ করার চেষ্টা করছি।
অবশ্যই পড়ুন: তৈরি হবে মহিলা দল, ক্লাবের মাঠেই ফিরবে বাগানের ম্যাচ! দায়িত্ব পেতেই লক্ষ্য বাঁধলেন সৃঞ্জয় বসু
প্রসঙ্গত, বৈভবের মতোই অয়নের লক্ষ্য এখন ভারতীয় দলে খেলা। জানা যায়, খুদে ক্রিকেটারের বাবাও নাকি একসময়ে ক্রিকেট খেলতেন। তাঁর স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। তবে অর্থের অভাব ও নানান সাংসারিক চাপের কারণে সেই স্বপ্ন জলে ডুবেছে! তাই এখন ছেলেকে দিয়েই জাতীয় দলে প্রবেশের স্বপ্ন আবার নতুন করে দেখতে শুরু করেছেন আয়ন রাজের জন্মদাতা।