বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছরের প্রতীক্ষা কাটিয়ে ফেব্রুয়ারিতে মাঠে নামছে ভারতসহ 8টি দল। উপলক্ষ্য বহু প্রতিক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy)। 19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের পরের দিনই সম্মুখ সমরে উপস্থিত হবে ভারত ও পদ্মা পাড়ের বাংলাদেশ। ওপার বাংলা টাইগারদের গুঁড়িয়ে মিনি ওয়ার্ল্ডকাপের রাস্তা তৈরি করবে রোহিত শর্মার দল। তবে তার আগে দুবাইয়ের ময়দানে একটি হাইভোল্টেজ অনুশীলন ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচের প্রতিপক্ষে সেই পড়শি বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই দুবার মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ
পাকিস্তানের সাথে রাজনৈতিক উত্তেজনার কারণে হাইব্রিড মডেলের দাবি তুলে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচগুলি খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায়নি আইসিসিও। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সীলমোহর দিয়ে রোহিত বাহিনীর রণক্ষেত্র ঠিক হয়েছে দুবাই। এবার সেখানেই চেনা শত্রুদের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
তবে তার আগে বাংলাদেশের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ অনুশীলন ম্যাচে মাঠ দখল করবেন শর্মারা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের মূল মঞ্চে ওঠার আগে সংযুক্ত আরব আমিরাতে ওপার বাংলার টাইগারদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অনুশীলন ম্যাচ খেলবে ভারত। আর এরপরই ফেব্রুয়ারির 20 তারিখ দ্বিতীয়বারের জন্য চেনা শত্রু বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়বে ভারতের ছেলেরা। লক্ষ্য, মিনি বিশ্বকাপের শুভারম্ভ।
কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই অনুশীলন ম্যাচ?
চ্যাম্পিয়নস ট্রফির মূল ময়দানে নামার আগে অনুশীলন ম্যাচে পড়শি বাংলাদেশের ছেলেদের রণকৌশল বুঝে মিনি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ঘুঁটি সাজাবে ভারত। ওপার বাংলার খেলোয়াড়দেরও লক্ষ্য থাকবে ভারতের দুর্বল অংশের দিকে। এহেন পরিস্থিতিতে মনে করা হচ্ছে, ভারত-বাংলাদেশের মধ্যে কোনও বিরোধী চুক্তি সম্পন্ন না হলে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। তবে ফেব্রুয়ারির ঠিক কত তারিখ নাগাদ এই ম্যাচ মাঠে গড়াবে তা এখনও স্পষ্ট নয়।
অবশ্যই পড়ুন: হার্দিক, বিষ্ণোই বাদ! এন্ট্রি দুই তারকার, তৃতীয় ম্যাচে বদলে যাবে টিম ইন্ডিয়া, কেমন হবে একাদশ?
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে খেলবে ভারত
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে আসর জমানোর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ম্যাচগুলিতে দাপট দেখাতে হবে রোহিতদের। টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়ানডে ম্যাচগুলিও নিজেদের ঘরের মাঠে খেলবে ভারতীয় দল। সেক্ষেত্রে বলে রাখি, 6 ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড বিরুদ্ধে সিরিজ শুরু হয়ে তা শেষ হবে চ্যাম্পিয়নস ট্রফি ঠিক আগে অর্থাৎ 12 ফেব্রুয়ারি। উভয় দলই মিনি ওয়ার্ল্ড কাপের আগে এই ওয়ানডে সিরিজে নিজেদের দাপট অক্ষুণ্ণ রাখতে চাইবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |