সিরাজের হাতে শূন্যতে বধ হয়ে প্রথমবারের জন্য ভয়ঙ্কর লজ্জার রেকর্ড গড়লেন স্টোকস!

Published on:

Ben Stokes gets golden duck in India vs England second Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সিরাজের হাতেই বধ হয়েছিল ইংল্যান্ডের অর্ধেকের বেশি খেলোয়াড়। গতকাল, বুমরাহর অনুপস্থিতিতে একার কাঁধেই ভারতীয় দলের বোলিং বিভাগের দায়িত্ব তুলে নেন মহম্মদ সিরাজ ও আকাশদীপ। আর সেই সূত্র ধরেই, ইংলিশ বাহিনীকে একেবারে নাকের জলে চোখের জলে করে ছেড়েছিল টিম ইন্ডিয়া।

না বললেই নয়, গতকাল ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের একের পর এক উইকেট ভেঙে অনন্য সব রেকর্ড গড়েছিলেন সিরাজ। তবে সেসবের মাঝেই ব্যাট করতে আসা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে বিদায় জানিয়েছিলেন প্রথম বলে। আর তাতেই একেবারে লজ্জায় পড়ে গিয়েছেন ইংলিশদের অধিনায়ক বেন স্টোকস। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে গোল্ডেন ডাক। হ্যাঁ, এক যুগের টেস্ট কেরিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন ডাকের সম্মুখীন হলেন বেন।

সিরাজের হাতে বধ হয়ে লজ্জার রেকর্ড স্টোকসের

শুক্রবার এজবাস্টনের মাটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলেন সিরাজ। ভারতীয় তারকার বলের ঘায়ে কুপোকাত হয়ে পড়ছিলেন একের পর এক ইংলিশ তারকা। এমতাবস্থায়, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে 6 নম্বরে ব্যাট করতে আসেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

তবে দুর্ভাগ্যের বিষয়, ব্যাট করতে নেমে ভারতীয় তারকা সিরাজের বলে উইকেট কিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আর তাতেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ইংলিশ দলের প্রধান সেনাপতিকে। বলে রাখি, সিরাজের হাতে পরাস্ত হয়ে প্রথম বলেই মাঠ ছাড়ার কারণে এবার গোল্ডেন ডাকের স্বাদ পেলেন বেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: পুরনো ডেরায় ফিরেই হুঙ্কার নাসিরির! কত বছরের জন্য মোহনবাগানে কিয়ান

উল্লেখ্য, 2013 সালে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বেন স্টোকসের। এরপর থেকে এজবাসটন টেস্টের আগে পর্যন্ত মোট 112টি ম্যাচ খেলেছিলেন ইংরেজ অধিনায়ক। আর এখানেই রয়েছে মজার অঙ্ক। পরিসংখ্যান বলছে, টেস্ট ম্যাচগুলির 201 ইনিংসে অন্তত 15 বার শূন্যতে আউট হয়েছেন বেন।

যদিও সেইসব ম্যাচগুলিতে দুই বা তার বেশি বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে! তবে গতকাল ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 1 বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান স্টোকস। আর সেই রাস্তা ধরেই এবার প্রথমবারের জন্য গোল্ডেন ডাক পেলেন ইংলিশ অধিনায়ক। যা ইংল্যান্ডের মতো ঐতিহ্যবাহী দলের কাছে সত্যিই লজ্জার!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥