বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এ দল ঘোষণা করেছে BCCI। বোর্ডের সিদ্ধান্তে, ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি বেসরকারি টেস্ট খেলতে যাবেন স্বদেশীরা। সেই আসরেই ঈশান কিশন, যশস্বী জয়সওয়ালদের 18 সদস্যের দলকে নেতৃত্ব দেবেন বাংলার ছেলে(Bengali Cricketer)। হ্যাঁ, ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে বিদেশিদের আটকে দিতে দেশের ছেলেদের পথ দেখাবেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ।
অভিমন্যুর পাশাপাশি সহ অধিনায়ক ঘোষণা করল বোর্ড
ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ইংল্যান্ডের বিরুদ্ধে এ দলের অধিনায়ক হয়েছেন বাংলার তুখড় প্রতিভা অভিমন্যু ঈশ্বরণ। একই সাথে তরুণ ক্রিকেটারদের দলে সহ অধিনায়কের আসন পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধ্রুব জুরেল। জানিয়ে রাখি, গত বছরের একেবারে শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। সেবছর নিজের দক্ষতা প্রদর্শন করে এবার ভারতের এ দলের সহ অধিনায়কের আসন পাকা করে নিলেন জুরেল।
জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের
ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত থেকে ভারতীয় এ দলের নেতৃত্ব পেয়েছেন অভিমন্যু। অন্যদিকে সহ অধিনায়ক হয়েছেন জুরেল। সেই সাথে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে তরুণ ঈশান কিশনকে। তবে দুঃখের বিষয়, 18 সদস্যের দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার। অনেকেই মনে করেছিলেন, দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর টেস্ট দলে সুযোগ পেতে পারেন আইয়ার।
কেননা, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দুরন্ত ছন্দে রয়েছেন আইয়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে একেবারে চুপ থেকে নিজের কাজ করে যাওয়ায় সাইলেন্ট হিরোর তকমাও দেওয়া হয়েছে তাঁকে। তবে জয়সওয়ালদের 18 সদস্যের তালিকায় তাঁর নাম না দেখতে পেয়ে মনের ওজন বেড়েছে ভক্তদের।
সুযোগ পেয়েছেন করুণ নায়ার
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মের কারণে 2017 সালে একপ্রকার অবহেলিত করুণ নায়ার এবার ইংল্যান্ডের বিরুদ্ধে এ দলে জায়গা পেয়েছেন। বলা বাহুল্য, ঘরোয়া ক্রিকেটকে পুঁজি করেই নিজের দক্ষতা দেখিয়ে গিয়েছেন করুণ। এই সংস্করণের বিজয় হাজারেতে 779 রান রয়েছে তাঁর।
সাথে অতিরিক্ত উপহার হিসেবে রয়েছে 5টি দুরন্ত শতরান। জানিয়ে রাখি, রঞ্জি ট্রফির 9 ম্যাচে অংশ নিয়ে বিদর্ভের হয়ে 863 রান করেছিলেন নায়ার। বলে রাখি, 2016 সালে চেন্নাইয়ে পরিচিত ইংল্যান্ডের বিরুদ্ধে 303 রানের অপরাজিতা ইনিংস খেলেছিলেন করুণ। এবার সেই সোনার ডিম পাড়া হাঁসকে এ দলে জায়গা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
তালিকায় বাংলার আরও দুই
ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক প্রকাশিত ভারতীয় এ দলের তালিকায় অভিমন্যু ছাড়াও জায়গা পেয়েছেন বাংলার দুই পেসার। মূলত বাংলা দলের আকাশ দীপ ও মুকেশ কুমারকে ইংলিশদের শায়েস্তা করার সুযোগ দিয়েছে বোর্ড। তাছাড়াও হর্ষিত রানা, খলিল আহমেদ, অনশুল কম্বোজ ও অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুররা রয়েছেন।
অবশ্যই পড়ুন: ভয়ের খবর! ফের পুরনো ফর্মে করোনা ভাইরাস! লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা
ভারতের ঘোষিত 18 সদস্যের এ দল
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ় খান, তুষার দেশপান্ডে, নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঈশান কিশন (উইকেটরক্ষক), মানব সুতার, তনুষ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, খলিল আহমেদ, অনশুল কম্বোজ এবং হর্ষ দুবে।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের আগে দলে যোগ দেওয়ার কথা রয়েছে শুভমন গিল ও সাই সুদর্শনের।