কৌশিক দত্ত, কলকাতাঃ এ মাসের ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার (India Vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচ। দিন-রাতের এই টেস্ট ম্যাচ শুরুর আগেই বড়সড় ঝটকা খেয়েছে অস্ট্রেলীয় দল। কারণ তাঁদের দলের তারকা বোলার জোশ হ্যাজেলউড চোটের কারণে বাদ পড়েছেন। জোশ হ্যাজেলউড সিরিজের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আর এরই মধ্যে অস্ট্রেলীয় দলের আরেক তারকা প্লেয়ারের চোটের খবর প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে অস্ট্রেলীয় তারকা ব্যাটার স্টিভ স্মিথ চোট পেয়েছেন। রেভ স্পোর্টেসের রিপোর্ট অনুযায়ী, অনুশীলনের সময় চোট পেয়েছেন স্মিথ। এরপর তিনি ব্যাট ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান।
চোট পেলেন স্টিভ স্মিথ |
প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলীয় দলের সবথেকে সফল বোলার ছিলেন জোশ হ্যাজেলউড। পারথে প্রথম ইনিংসে ২৯ রানে ভারতীয় দলের ৪ উইকেট নিয়েছিলেন হ্যাজেলউড। যার জেরে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি অস্ট্রেলীয় দল। স্টিভ স্মিথ সহ অজিদের সব ব্যাটারই প্রথম এবং দ্বিতীয় দুই ইনিংসেই ব্যর্থ হন। যার জেরে ২৯৫ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে স্মিথের চোট ভাবাচ্ছে অস্ট্রেলীয় দলকে।
Steve Smith Injury Update
জানা গিয়েছে, নেটে ব্যাটিং প্র্যাকটিস করার সময় ল্যাবুশানের বলে আঙুলে চোট পান স্টিভ স্মিথ। সঙ্গে সঙ্গে তিনি গ্লাভস খুলে ফেলেন। স্মিথের অবস্থা দেখে ছুটে যান দলের ফিজিও। গ্রাউন্ডে প্রাথমিক চিকিৎসা করানোর পর তাঁকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। স্মিথের চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনও মুখ খোলেনি অস্ট্রেলীয় দল।
স্টিভ স্মিথ অস্ট্রেলীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার। তবে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহর বলে শূন্য রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে ৬০ বলে ১৭ রান করে মহম্মদ সিরাজে বলে আউট হন তিনি।
স্টিভ স্মিথের কেরিয়ার | Steve Smith Career |
প্রথম টেস্টে ব্যর্থ হলেও, ভারতের বিরুদ্ধে স্টিভ স্মিথের ট্র্যাক রেকর্ড কিন্তু দারুণ। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার এখনও অবধি ভারতের বিরুদ্ধে ২০ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে ৬২.৩৯ এর গড়ে ২০৫৯ রান করেছেন তিনি। স্মিথ অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১১০ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে ৫৬.৪০ এর গড়ে ৯৭০২ রান করেছেন তিনি। নিজের টেস্ট কেরিয়ারে স্মিথ ৩২ টি সেঞ্চুরি ও ৪১ টি হাফ সেঞ্চুরি করেছেন। তাই স্মিথ যদি চোটের কারণে বাদ যান, তাহলে অস্ট্রেলিয়ার কাছে এটা বড়সড় ধাক্কার থেকে কম হবে না। ওদিকে লাভ হবে ভারতের।