কলকাতা কৌশিক দত্তঃ অস্ট্রেলিয়া ও ভারতের (India Vs Australia) মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে এখনও অবধি তিনটি টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তিনটি টেস্টের মধ্যে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। চতুর্থ টেস্ট ম্যাচটি মেলবোর্নে খেলা হবে। এবং শেষ ও পঞ্চম টেস্টটি সিডনিতে। অস্ট্রেলিয়া এই দুই টেস্টের জন্য তাঁদের দলের ঘোষণা করেছে। তাঁরা দলে তিন তিনটি বড় পরিবর্তন এনেছে।
শেষ দুটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে তিনজন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন প্লেয়ারের অভিষেকও হতে পারে। ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে দলে সুযোগ দেওয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা স্যাম এবার জাতীয় দলে অভিষেক হওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়াও ঝিয়ে রিচার্ডসন ও সিন অ্যাবোটকে দলে আনা হয়েছে। দু’বছর পর জাতীয় দলে ডাক পেলেন ঝিয়ে রিচার্ডসন। শেষবার তিনি ২০২১-২২ সালে অ্যাসেজ খেলেছিলেন।
চোটে বাদ টিম ইন্ডিয়ার ত্রাস
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টে উসমান খোয়াজার সাথে নাথন ম্যাকসুইনিকে ওপেন করতে দেখা গিয়েছিল। কিন্তু এখনও অবধি তিনি তেমন ভাবে দাগ কাটতে পারেননি। আর এই কারণে এবার ম্যাকসুইনিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় ব্যাটারদের ত্রাস জোশ হ্যাজেলউডও চোটের কারণে বাকি দুটি টেস্ট থেকে বাদ পড়েছেন।
অস্ট্রেলিয়া টিম
উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, স্টিভ স্মিথ, মিচেল মার্স, অ্যালেক্স ক্যারি, মার্নাস ল্যাবুশেন, নাথান লিয়ন, প্যাট কামিন্স, মিচল স্টার্ক, সিন অ্যাবট, ঝেয় রিচার্ডসন, স্কট বোল্যান্ড, জোশ ইংলিশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |