কৌশিক দত্ত, কলকাতাঃ অ্যাডিলেডে দিন রাতের টেস্টে রণমূর্তি ধারণ করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। প্রথম দিনের প্রথম ইনিংসে মাত্র ১৪.২ ওভার বল করেই টিম ইন্ডিয়ার ৬ ব্যাটারকে আউট করেছেন তিনি। এমনকি টেস্ট ক্রিকেটে এটাই তাঁর সেরা পারফরমেন্স। দিনের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে আউট করে প্যাভিলিয়নে ফেরানো স্টার্ককে ছয় উইকেট নেওয়ার পরেও কটাক্ষের শিকার হতে হয়েছে।
মিচেল স্টার্ক-র আতঙ্কে টিম ইন্ডিয়া
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্ক-র আতঙ্কে ভুগেছে গোটা ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ব্যাটাররা যখন অস্ট্রেলীয় এই পেসারকে সামলাতে খাবি খাচ্ছিলেন, তখনই একদল ভারতীয় সমর্থক সক্রিয় হয়ে ওঠেন। ভারতীয় দল যখন মাঠে ব্যর্থ, তখন রোহিতদের হয়ে আসরে নামেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। যশস্বী, বিরাট কোহলি ও কেএল রাহুলকে আউট করার পর বাউন্ডারিতে যখন ফিল্ডিং করতে যান স্টার্ক, তখনই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।
মাঠেই KKR, IPL নিয়ে কটাক্ষের শিকার মিচেল স্টার্ক
বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় মিচেল স্টার্ককে আইপিএলে অর্ধেক দাম ও কলকাতা নাইট রাইডার্স থেকে ছাঁটাই নিয়ে কটাক্ষ করেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় সমর্থকদের চিৎকার শুনে স্টার্ক পাল্টা তাঁদের কাছে জানতে চান যে, এবারের IPL-এ কত দাম পেয়েছেন তিনি? দর্শক ও স্টার্কের মধ্যে ঘটা এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়।
তবে মাঠের বাইরে স্লেজিংয়ের শিকার হলেও নিজের লক্ষ্য থেকে অবিচল হননি মিচেল স্টার্ক। বরঞ্চ তিনি আরও আগুন ঝরানোর লক্ষ্যেই ছিলেন। কটাক্ষ শুনেও নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানার উইকেট নেন মিচেল স্টার্ক। এরপর টিম ইন্ডিয়ার সমর্থকরা তাঁকে কটাক্ষ করার বদলে হতাশ হয়ে পড়েন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |