কৌশিক দত্ত, কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে ভারতের কাছে হারের পর দিন-রাতের টেস্ট ম্যাচে জিততে মরিয়া অস্ট্রেলিয়া। আর এরই মধ্যে পিঙ্ক বল টেস্টের ২৪ ঘণ্টা আগেই নিজেদের একাদশ ঘোষণা করল অজিরা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটারদের নাকানিচোবানি খাওয়ানো অজি বলার জশ হ্যাজলউড চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলছেন না। তাঁর জায়গায় অস্ট্রেলীয় একাদশে সুযোগ পেলেন স্কট বোল্যান্ড।
প্রথম টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার জন্য। আর এই কারণে তাঁরা অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। ওদিকে WTC -তে বর্তমানে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে টিম ইন্ডিয়া। কারণ ICC নিউজিল্যান্ডের থেকে ৩ পয়েন্ট কেটে নেওয়ায় ব্ল্যাক ক্যাপসরা চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে নেমে গিয়েছে। এতে সবথেকে বেশি সুবিধা হয়েছে ভারতের।
চোট সারিয়ে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে স্টিভ স্মিথ
উল্লেখ্য, জশ হ্যাজলউডের মতোই অস্ট্রেলীয় দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথেরও দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। অনুশীলনের সময় মারনাস লাবুশেনের বলে আঙুলে চোট পেয়েছিলেন স্টিভ স্মিথ। এরপর ফিজিও দৌড়ে আসেন, প্রাথমিক চিকিৎসা করার পর স্মিথকে ড্রেসিং রুমে ফিরে যেতে দেখা যায়। এরপর থেকেই দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও, তিনি এখন সুস্থ এবং অ্যাডিলেডে তাঁকে খেলতে দেখা যাবে।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।