৭ রানে নিয়েছেন ৬ উইকেট, দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার জয়ে বাধা হবেন এই অস্ট্রেলীয় বোলার

Published on:

india vs australia bgt 2024 25

কৌশিক দত্ত, কলকাতাঃ আগামীকাল ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে অ্যাডিলেডে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে জেতার জন্য মরিয়া অস্ট্রেলিয়া। এই ম্যাচ হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অজিদের যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। প্রথম ম্যাচে হারের পর অস্ট্রেলিয়া চাইবে অ্যাডিলেডে দিনরাতের টেস্ট ম্যাচে জয় পেয়ে সিরিজে সোমটা ফেরাতে। আর ম্যাচের ২৪ ঘণ্টা আগেই অস্ট্রেলিয়া তাঁদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে।

চোটের কারণে ছিটকে গিয়েছেন জশ হ্যাজলউড

দ্বিতীয় টেস্টে ম্যাচে অস্ট্রেলিয়ার তারকা বোলার জশ হ্যাজলউড ছিটকে গিয়েছেন। চোটের কারণে তিনি অ্যাডিলেডে খেলতে পারবেন না। আগামী ম্যাচগুলোও তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়। বলে দিই, অস্ট্রেলিয়ার একমাত্র জশ হ্যাজলউডই পথম টেস্টে সফল বোলার ছিলেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট নিয়েছিলেন। এবার দ্বিতীয় টেস্টে তাঁর বদলে দলে আসছে স্কট বোল্যান্ড।

স্কট বোল্যান্ড জাতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে তাঁকে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে দেখা গিয়েছিল। এবার ৫১৯ দিন পর তিনি ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে চলেছেন।

৫১৯ দিন পর জাতীয় দলে স্কট বোল্যান্ড

স্কট বোল্যান্ড ৫০০ দিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেও, টিম ইন্ডিয়ার তাঁর থেকে সাবধানে থাকতে হবে। বোল্যান্ড ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছিলেন। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এছাড়াও তিনি ১০ ম্যাচে ২০.৩৪ এর গড়ে ৩৫ উইকেট নিয়েছে।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২টি টেস্ট খেলেছেন স্কট বোল্যান্ড

হ্যাজলউডের মতো স্কট বোল্যান্ডও সুইং, লাইন লেন্থের জন্য বিখ্যাত। বলে দিই, দ্বিতীয় টেস্ট পিঙ্ক বলে খেলা হবে। আর পিঙ্ক বল লাল বলের তুলনায় বেশি সুইং করে। আর এই কারণে ভারতীয় ব্যাটারদের স্কট বোল্যান্ডের থেকে সাবধানে থাকতে হবে। স্কট বোল্যান্ড এর আগেও ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছেন। ওই দুটি টেস্টে তিনি ২৭.৮০ এর গড়ে ৫ উইকেট নিয়েছিলেন।

সঙ্গে থাকুন ➥