কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ আজ থেকে গাব্বায় অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় টেস্টে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ব্রিসবেন টেস্টে প্রথম থেকেই বৃষ্টির আশঙ্কা ছিল, আর হলও তাই। প্রথম দিনের ম্যাচে মাত্র ১৩.২ ওভারই খেলা হয়েছে। অস্ট্রেলিয়া ব্যাট হাতে নেমে মাত্র ২৮ রানই করতে পেড়েছে। অজিদের দুজন ওপেনারই অপরাজিত রয়েছেন। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পুরোপুরি ভেস্তে গিয়েছে।
গাব্বা টেস্ট ড্র হলে বিপদ ভারতের
৬ ওভার খেলার পর বৃষ্টি নামার কারণে প্রায় ৩০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। এরপর ১৪ তম ওভারে ফের বৃষ্টি নামে। এবার বৃষ্টি এতটাই ভারী ছিল যে, আর খেলা সম্ভব হয়নি। শুধু প্রথম দিনই নয়, গাব্বা টেস্টের পাঁচ দিনই বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই বৃষ্টির কারণে ম্যাচ ড্র হলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে বড়সড় ক্ষতি হবে ভারতের।
ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ যদি ড্র হয়ে যায়, তাহলে পয়েন্টস টেবিলে কোনও বদল হবে না, কিন্তু ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশায় ফের ধাক্কা লাগবে। এরপর BGT-তে অবশিষ্ট থাকা দুটি টেস্টে ভাতকে জিততেই হবে। বলে দিই, গাব্বা টেস্ট ড্র হলে WTC Points Table-এ অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ ৫৮.৮৯ থাকবে। আর ভারতের ৫৫.৮৮।
গাব্বা টেস্ট জিতলে সুবিধা হবে ভারতের
তবে গাব্বা টেস্ট যদি খেলা হয়, আর ভারত যদি জিতে যায়। তাহলে টিম ইন্ডিয়া পাঁচ টেস্টের এই সিরিজে ২-১ এ এগিয়ে যাবে। শুধু তাই নয়, ভারত WTC Points Table-এর দ্বিতীয় স্থানে উঠে আসবে। এবং অস্ট্রেলিয়া এক স্থান নীচে তৃতীয় নম্বরে চলে যাবে।
ব্রিসবেন টেস্ট হারলে স্বপ্ন শেষ ভারতের
তবে গাব্বা টেস্ট খেলা হলে আর অস্ট্রেলিয়া যদি জিতে যায়, তাহলে তাঁরা দ্বিতীয় স্থানেই থাকবে কিন্তু তাঁদের জয়ের পার্সেন্টেজ আরও বেড়ে যাবে যা WTC Points Table-এর প্রথম স্থানে থাকা সাউথ আফ্রিকার সমান হয়ে যাবে। এতে টিম ইন্ডিয়ার ফাইনালে যাওয়ার রাস্তা অসম্ভব হয়ে পড়বে।