বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 এপ্রিলের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কেটেছে। রামনবমীর কারণে নিরাপত্তা জনিত সমস্যা থাকায় 6 তারিখের ম্যাচ গড়াবে 8 এপ্রিল। প্রথমদিকে মনে করা হয়েছিল, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউয়ের ম্যাচ (KKR Vs LSG) ইডেন থেকে সরে যাবে। তবে আপাতত তা হচ্ছে না।
ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, 8 এপ্রিল, ক্রিকেটের নন্দনকানন ইডেনেই আয়োজিত হবে মহারণ। এমন খুশির খবরের মাঝেই, নাইট ভক্তদের ফের মন ভাল করা সুখবর শোনালো IPL উদ্যোক্তারা। খোঁজ নিয়ে জানা গেল, মঙ্গলবারের ম্যাচের আগেই ভক্ত-সমর্থকদের সুবিধার্থে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
KKR বনাম LSG ম্যাচেই বড় উপহার ভক্তদের
6 এপ্রিলের পরিবর্তে 8 এপ্রিল, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে থেকে ইডেনে গড়াবে কলকাতা নাইট রাইডার্স বনাম গোয়েঙ্কার দল লখনউয়ের হাই ভোল্টেজ ম্যাচ। যা নিয়ে কার্যত বহু কাটাছেঁড়া চলেছে। তবে শেষমেশ সমস্যার নিষ্পত্তি ঘটিয়ে ইডেনেই গড়াচ্ছে ম্যাচ। আর এই ম্যাচের আগেই বিরাট সুখবর পেলেন ভক্তরা। জানা যাচ্ছে, KKR বনাম LSG ম্যাচের টিকিটের দাম এক ধাক্কায় অনেকটাই কমানো হয়েছে।
টিকিটের দামে বড় চমক
ইডেনে বেঙ্গালুরুর ম্যাচে ন্যূনতম টিকিট মূল্য ছিল 900 টাকা। এছাড়াও, 2000, 3500, 5000, 6000, 10 হাজার ও 15 হাজারের টিকিট পাওয়া যাচ্ছিল। 8 এপ্রিলের ম্যাচের ক্ষেত্রেও টিকিটের ন্যূনতম মূল্য 900 টাকাই থাকছে। তবে মজার বিষয় হলো, স্টার্টিং প্রাইস ছাড়া বাকি টিকিটের দাম একেবারে 2000 টাকাও কমানো হয়েছে।
অবশ্যই পড়ুন: IPL-এর ইতিহাসে প্রথম বাঙালি আম্পায়ার চন্দননগরের ছেলে! দেখা মিলবে আজকের ম্যাচেই
অর্থাৎ, মঙ্গলবারের ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে 1200, 1500 ও 1800 টাকায়। এছাড়াও ক্লাব হাউসের টিয়ার 6000 ও লোয়ার টিয়ারের দাম 10 হাজার টাকা। বাকি, 12 হাজার, 25 হাজার ও 35 হাজারের টিকিট তো আছেই।