বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের উত্তেজনার মাঝে উড়ে এসে জুড়ে বসেছে বাংলাদেশ! ভারতের অপারেশন সিঁদুরের আগে বাংলাদেশের এক প্রাক্তন মেজর জেনারেল ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।
তাঁর বক্তব্য ছিল, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তবে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। ওপার বাংলার প্রাক্তন সেনা কর্তার এমন বক্তব্যের আঁচ পড়েছিল ক্রিকেট (Cricket) মহলেও। আর এরপর থেকেই দাবি ওঠে, বাংলাদেশের সাথে সমস্ত ধরনের দ্বিপাক্ষিক ও আইসিসি ইভেন্ট বাতিল করার। সর্বোপরি পাকিস্তানের মতোই বাংলাদেশকে বয়কটের দাবি তুলেছিলেন অনেকেই। সদ্য প্রকাশিত একটি রিপোর্ট বলছে, টিম ইন্ডিয়া যদি বাংলাদেশ ও পাকিস্তানের সাথে আর ক্রিকেট ময়দানে না নামে, সে ক্ষেত্রে বিরাট ক্ষতি হবে দুই প্রতিবেশীর।
টিম ইন্ডিয়াকে বয়কট করার সমর্থ্য নেই বাংলাদেশ, পাকিস্তানের
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের মাঝে বারংবার নাক গলাতে চাইছে বাংলাদেশ! এমতাবস্থায়, প্রতিমুহূর্তে ভারত বিরোধী সুর উঁচিয়ে চলা ওপার বাংলাকে ক্রিকেট ময়দানসহ অন্যান্য ক্ষেত্রে বয়কটের দাবি উঠতেই শিউরে উঠছেন প্রতিবেশী দেশের অনেকেই। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত যদি বাংলাদেশকে বয়কট করে সেক্ষেত্রে ক্রিকেটের ময়দানে বিরাট ক্ষতি হবে ওপার বাংলার।
একই ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড কঠোর পদক্ষেপ নিলে তার মাসুল ইঞ্চিতে ইঞ্চিতে গুনতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, ভারতের সাথে ক্রিকেট ম্যাচ থেকেই প্রচুর আয় হয় দুই বিরোধীর। কাজেই ভারতকে পাল্টা বয়কটের ক্ষমতা নেই দুই প্রতিবেশীর কারোরই।
টিম ইন্ডিয়ার বয়কট পেলে অভাবনীয় ক্ষতি হবে পাকিস্তান, বাংলাদেশের
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যা জানাচ্ছে, টিম ইন্ডিয়া যদি যুদ্ধের আবহে আচমকা পাকিস্তান ক্রিকেট দলকে বয়কট করে। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে, পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ তো দূর, বরং আইসিসির সমস্ত ইভেন্ট এক লহমায় বাতিল করে দেয়, সেক্ষেত্রে পাকিস্তানের কমপক্ষে 220 কোটি টাকার ক্ষতি হবে। যদিও গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করায়, এমনিতেই ক্ষতির অঙ্ক গুনেছিল PCB।
সূত্রের খবর, টিম ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে আর 22 গজের লড়াইয়ে না নামে সেক্ষেত্রে প্রতি টুর্নামেন্ট অনুযায়ী 168 কোটির অতিরিক্ত খরচ গুনতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সব মিলিয়ে, প্রতি টুর্নামেন্টে গড়ে 15 মিলিয়ন ডলার থেকে 20 মিলিয়ন ডলার বা তার বেশি অঙ্কের ক্ষতি হতে পারে পশ্চিম দিকের দেশের।
এবার আসা যাক বাংলাদেশের প্রসঙ্গে। প্রথমেই জানিয়ে রাখি, ভারতের সাহায্য ও আশ্রয়ে বেঁচে থাক বাংলাদেশ, শেষবারের মতো টিম ইন্ডিয়া সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে 80 কোটি টাকা আয় করেছিল। ফলত, অন্যান্য সময়ের মতো অতিরিক্ত লম্ফঝম্ফের কারণে ভারত যদি বাংলাদেশকে ক্রিকেট ময়দান থেকে বয়কট করে দেয় তবে প্রতি সিরিজে কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি হবে ওপার বাংলার।
অবশ্যই পড়ুন: দেশ আগে! ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে বন্ধ হয়ে যাচ্ছে IPL? সিদ্ধান্ত জানালেন লিগ কর্তা
শুধু তাই নয়, ভারত যদি বাংলাদেশের সাথে আইসিসি ইভেন্টেও খেলতে রাজি না হয় তবে সেই সূত্র ধরে 130 কোটি বা তার বেশি অঙ্কের ক্ষতি হবে পদ্মা পাড়ের ক্রিকেট বোর্ডের। বলা বাহুল্য, 2024 সাল থেকে 2027 সালের পরবর্তী সম্প্রচার চক্র অনুযায়ী, প্রতিবছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1900 কোটি টাকা আদায় করে BCCI।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |