ইস্টবেঙ্গলে যোগ দিতে যাওয়া মিগুয়েলের টাকা মেরেছে বাংলাদেশ! উধাও তারকা! চিন্তায় লাল হলুদ

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলকে নিয়ে ক্রমশ বাড়ছে চর্চা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে ঘোষণা আসতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের তরফে। বেশি কয়েকটি সূত্র মারফত যা খবর, খুব সম্ভবত সোমবারই লাল হলুদে খেলার জন্য রাজি হয়ে যাবেন তিনি।

এমন সব খবরের মাঝে ভেসে আসছে ভিন্ন সুর। শোনা যাচ্ছে, বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলা ব্রাজিলিয়ান স্টার মিগুয়েলকে নাকি পাওয়া যাচ্ছে না! তারকা ফুটবলারের সম্পর্কে খোঁজ নিতে বাংলাদেশে যোগাযোগ করা হলে ওপার বাংলা থেকে নাকি মিগুয়েল সম্পর্কে রহস্যের খবর এসেছে। খোঁজ নিয়ে জানা গেল, বহু আগেই বসুন্ধরা কিংস ছেড়ে দেশে ফিরেছিলেন মিগুয়েল। কিন্তু বর্তমানে তিনি কোথায়?

মিগুয়েলকে নিয়ে ঘনাচ্ছে রহস্য

সাম্প্রতিক সময় ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেরার সাথে ইস্টবেঙ্গলের নামটা বারংবার উঠে আসছে। ভারতীয় ফুটবলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই মশাল ব্রিগেডে যুক্ত হবেন মিগুয়েল। এহেন আবহে, বাংলাদেশ থেকে আসছে রহস্যের খবর। ওপার বাংলায় যোগাযোগ করা হলে জানা যায়, বহু আগেই মিগুয়েল বসুন্ধরা ছেড়ে চলে গিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসুন্ধরা কিংসের ফুটবলাররা জানিয়েছিলেন, স্ত্রীর শারীরিক সমস্যার কারণে বাংলাদেশ ছেড়েছেন মিগুয়েল।

মিগুয়েল প্রসঙ্গে আরও খোঁজ নিতে গিয়ে শোনা গেল, বর্তমানে মায়ের সাথে ব্রাজিলের এক প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন মিগুয়েল। যেখানে তাঁর সাথে যোগাযোগ করা একেবারে দুঃসাধ্য। কিন্তু কেন হঠাৎ উধাও হয়ে গেলেন মিগুয়েল? সূত্রের খবর, মিগুয়েলের লুকিয়ে যাওয়ার নেপথ্যে নাকি বসুন্ধরা কিংস। জানা যাচ্ছে, প্রায় এক মাস আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন মিগুয়েল। কিন্তু যাওয়ার আগে একরাশ মন খারাপ নিয়ে সে দেশ ছেড়েছিলেন তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বসুন্ধরা কিংস ক্লাবের সাথে আর্থিক সমস্যার কারণে দেশে ফিরে গিয়েছেন মিগুয়েল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বড় অভিযোগ

ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল আচমকা উধাও হয়ে যাওয়ার পরই প্রশ্ন উঠছিল কেন ফুটবল জগত থেকে হঠাৎ আড়াল হয়ে গেলেন তিনি? প্রশ্ন উঠেছিল বসুন্ধরা কিংসের ভূমিকা নিয়েও। ফুটবলার মিগুয়েলের ঘনিষ্ঠ সূত্র যা জানাচ্ছে, বসুন্ধরা কিংস নাকি মিগুয়েলের টাকা আটকে রেখেছে। মূলত পরিশ্রমের মূল্য অর্থাৎ স্যালারি না পাওয়ায় একরাশ মন খারাপ নিয়ে দেশে ফিরেছিলেন ব্রাজিলের এই তাবড়।

অবশ্যই পড়ুন: ২৬৫০ টাকা দরপতন! দিনের পর দিন তলানিতে ঠেকছে সোনা-রুপোর দাম, আজকের রেট

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল ক্লাব গুলিতে প্লেয়ারদের বেতন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই খেলোয়াড়রা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছেন না বলেই অভিযোগ। যদিও এরই মধ্যে মিগুয়েলের বসুন্ধরা কিংসের এক প্রাক্তন সতীর্থ বলেছেন, ওর কাছে চুক্তি মানে চুক্তি। কেউ চুক্তি ভাঙলে ও সেই ক্লাব ছেড়ে দিতে এক ফোটাও ভাবে না। সব মিলিয়ে, ওপার বাংলার ফুটবল ক্লাবের সাথে পারিশ্রমিক জনিত সমস্যার কারণে ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে কার্যত চাপে রয়েছে ইস্টবেঙ্গল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥