অবসর নিচ্ছেন নেইমার! ইচ্ছে মেসি, সুয়ারেজের সঙ্গে শেষ ম্যাচ খেলার

Published on:

Brazilian star neymar will retire after the 2026 world cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 ফুটবল বিশ্বকাপ দিয়েই দীর্ঘ কেরিয়ারে দাড়ি টানবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার (Neymar)। সিদ্ধান্তে নড়চড় না হলে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ করেই ফুটবল থেকে অবসর নেবেন বলেই জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

2026 ফুটবল বিশ্বকাপে আদৌ মাঠে নামবেন নেইমার?

WhatsApp Community Join Now

বল পায়ে মাঠ দখলের লড়াইয়ে দলকে এগিয়ে রাখা নেইমারের কেরিয়ারে একটা বড় অংশ জুড়ে রয়েছে চোট যন্ত্রনা। আক্রমণ প্রতি আক্রমণে অংশ নিয়ে বারংবার চোটের কাছে পরাস্ত হয়েছেন ব্রাজিলের 10 নম্বর জার্সি। তবে হার মানেননি। চোট কাটিয়ে ফের মাঠে ফিরেছেন নেইমার। দলের হয়ে শত্রু শিবিরে আঘাত হেনেছেন বারংবার। তবে বারবার চোটের কাছে মাথা নুইয়ে হাসপাতালে ফিরতে হয়েছে তাঁকে।

দলকে সাফল্য পাইয়ে দিতে নিজের জীবনকে বাজি রেখেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। তবে তার প্রতিদান হিসেবে ফিরে পেয়েছেন শুধুই চোট। তবে এবার তিনি পুরোদমে মাঠে ফিরছেন। যদিও প্রিয় তারকার উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানান, 2026 ফুটবল বিশ্বকাপ আমার শেষ বিশ্বকাপ। এখানেই আমি ফুটবলে শেষবারের মতো পা ছোঁয়াবো। এটাই আমার শেষ সুযোগ। তাই আসন্ন টুর্নামেন্টটিতে খেলার জন্য মুখিয়ে রয়েছি। যাতে মাঠে নামতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করব।

মেসি ও সুয়ারেজের সাথে শেষবারের মতো খেলতে চান নেইমার

2026 ফুটবল বিশ্বকাপ দিয়ে দীর্ঘ কেরিয়ারে দাড়ি টানার আগে আরও একটি ইচ্ছা রয়েছে ব্রাজিলিয়ান তারকার। জানা গিয়েছে, ফুটবল থেকে অবসর নেওয়ার আগে অন্তত একবার দুই প্রাক্তন সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে ক্লাবের জার্সি গায়ে খেলতে চান নেইমার। এর অর্থ মেসিদের হাত ধরে আবারও বার্সেলোনার পুরনো দিনগুলো ফিরে পাওয়া।

ব্রাজিলের হয়ে সর্বাধিক গোল শিকারি নেইমার বলেন, আমেরিকার ইন্টার মায়ামিতে খেলার প্রচন্ড ইচ্ছা রয়েছে। ব্রাজিলিয়ান তারকার বক্তব্য, অবসরের আগে অন্তত শেষ বারের জন্য মেসি ও সুয়ারেজের সঙ্গে বল পায়ে শত্রু পক্ষকে অবস্থান বুঝিয়ে দিতে চাই। নেইমার বলেন, ওরা আমার বন্ধু। প্রায়শই কথা হয় আমাদের। আমরা তিনজন আবারও একসাথে মাঠে ফিরলে ম্যাজিক হবে।

প্রসঙ্গত, 2023 সালের বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। যার কারণে টানা 1 বছরেরও বেশি সময় মাঠের বাইরে দুঃখের দিন কাটাতে হয়েছিল তাঁকে। তবে চোট যন্ত্রণা নিয়ে হাসপাতালের দিনগুলি একেবারেই ভাল কাটেনি নেইমারের। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওবার্তায় বহুবার মাঠে ফিরতে চেয়ে কেঁদে ভাসিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। পরবর্তীতে তীব্র ইচ্ছে নিয়ে 2024-এর অক্টোবর এবং নভেম্বর মাসে আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন বার্সেলোনার প্রাক্তন যোদ্ধা। তবে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের কারণে ফের মাঠ ছাড়া হয়েছেন তিনি।

সঙ্গে থাকুন ➥
X