ভাঙবে কপিল দেব সহ বড় তারকার রেকর্ড! ইংল্যান্ড সিরিজে ইতিহাস গড়তে চলেছেন বুমরাহ

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট! টিম ইন্ডিয়ার দুই প্রধান মাথা রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যেই নিজেদের টেস্ট অধ্যায়ে দাড়ি টেনেছেন। আর এই অঘটন ঘটেছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India Vs England) প্রাক্কালে। ফলত, স্বাভাবিকভাবেই ভারতীয় দল যে ইংলিশদের মাটিতে কিছুটা হলেও অভিজ্ঞতার অভাবে ভুগবে সে কথা বলাই যায়। এমতাবস্থায়, ইংলিশদের ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভমন গিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে সে যাত্রায় দলের স্বার্থে আরও এক বড় তারকার ওপর অগাধ ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার গাভাস্কার সিরিজের এক ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরাহর কাঁধে ভরসার হাত রেখেছে BCCI। যদিও সূত্র বলছে, খেলোয়াড়ের ওয়ার্ক লোড ও চোট আশঙ্কার কথা মাথায় রেখে তাঁকে হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে খেলানো নাও হতে পারে। তবে সেই জল্পনা থেকে বেরিয়ে জসপ্রীত যদি ইংলিশদের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্টে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস লেখার সুযোগ রয়েছে তাঁর।

ইংলিশদের বিরুদ্ধে চাপে পড়বে ভারত?

আসন্ন জুনের 20 তারিখ থেকে ইংল্যান্ডের লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের বহু অপেক্ষিত টেস্ট সিরিজ। তবে সেই যাত্রার একেবারে প্রাক্কালে টেস্ট ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়েছেন রোহিত-বিরাট। আর এরপরই ধাক্কা সামলাতে দুই বিকল্প মুখ খুঁজে রাখতে চাইছে বোর্ড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে লাল বলের অধিনায়ক হতে পারেন শুভমন গিল। অন্যদিকে গিলের পাশাপাশি জাতীয় দলের সহ অধিনায়ক করা হতে পারে ঋষভ পন্থকে। তবে বিকল্প রাস্তা খুঁজে রাখলেও রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে ইংলিশভূমিতে অভিজ্ঞতার অভাব ভোগাবে টিম ইন্ডিয়াকে, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বুমরাহর

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের আগে ভারতীয় দল যে পর্যায়ে দাঁড়িয়ে তাতে বুমরাহ ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আর দ্বিতীয় কোনও পথ খোলা নেই টিম ইন্ডিয়ার কাছে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই সূত্রেই বলে রাখি, ভারতীয় দলের পেস বিভাগের স্তম্ভ জসপ্রীতের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়ার বিরাট সুযোগ রয়েছে। পুরনো পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ইংল্যান্ডে 8 টেস্টে অংশ নিয়ে 37টি উইকেট তুলেছেন বুমরাহ।

অবশ্যই পড়ুন: জাতীয় দলের বড় তারকাকে দলে নিতে ঝাঁপাল মোহনবাগান

হিসেব বলছে, ভারতীয় তারকা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ আর মাত্র 12টি উইকেট তুলতে পারেন সে ক্ষেত্রে ইংল্যান্ডের মাটিতে ভারতের সবচেয়ে সফল টেস্ট বোলার হয়ে উঠবেন তিনি। বর্তমানে যে রেকর্ড ইশান্ত শর্মার দখলে। এই ভারতীয় পেসার ইংলিশদের ঘরের মাঠে 14টি টেস্ট খেলে 48টি উইকেট ভেঙেছেন।

তাছাড়াও 43টি উইকেট তুলে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সর্বকালের অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটার কপিল দেব। কাজেই বুমরাহ যদি আর মাত্র 7টি উইকেটও নিতে পারেন সে ক্ষেত্রে তিনি কপিল দেবের রেকর্ড ভেঙে ফেলবেন। তবে ইংলিশদের বিপক্ষে 5 ম্যাচে সুযোগ পেলে জসপ্রীত নিশ্চয়ই চাইবেন, খাতায় এক ডজন উইকেট যোগ করে ভারতের অন্যতম সফল টেস্ট বোলার হয়ে উঠতে। বলা বাহুল্য, 34টি উইকেট নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন রেকর্ড তৈরির সুযোগ রয়েছে মহম্মদ শামিরও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group