বুমরাহর চোট কতটা গুরুতর? বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

Published on:

morne morkel jasprit bumrah

কৌশিক দত্ত, কলকাতাঃ অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে খাদের কিনারে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। বর্তমানে যা পরিস্থিতি, তিন দিনেই শেষ হয়ে যেতে পারে পিঙ্ক বলের দিন রাতের টেস্ট ম্যাচ। আসলে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে মাত্র ১৮০ রানই করতে পেরেছিল ভারতীয় দল। জবাবে ৩৩৭ করে অস্ট্রেলিয়া। ১৫৭ রানের লিড দেওয়া অস্ট্রেলিয়া ভারতকে দ্বিতীয় ইনিংসেও ব্যাকফুটে ফেলে দেয়। দ্বিতীয় দিনের খেলা শেষে টিম ইন্ডিয়া ১২৮ রানে ৫ উইকেট খুইয়েছে। বর্তমানের স্কোরবোর্ড দেখে এটাই বলা যায় যে, বিপাকে রয়েছে ভারত। তবে টেস্ট হারের থেকেও বেশি আরেক চিন্তায় ভুগছে ভারতীয় দল। সেটি হল জসপ্রীত বুমরাহর চোট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাঠে শুয়ে পড়েছিলেন জসপ্রীত বুমরাহ

দ্বিতীয় দিনে বল করতে করতেই মাঠে শুয়ে পড়েন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ। সঙ্গে সঙ্গে ফিজিওকে ডাকা হয়। ফিজিও প্রায় ৮ মিনিট ধরে বুমরাহকে পর্যবেক্ষণ করে মাঠ থেকে বেরিয়ে যান। এরপর বুমরাহ বলও করেন। কিন্তু তবুও তাঁর চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। আর এই কারণে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মরনে মর্কেল বুমরাহর ইনজুরি নিয়ে আপডেট দিয়েছেন।

জসপ্রীত বুমরাহর চোট নিয়ে আপডেট দিলেন মরনে মর্কেল | Jasprit Bumrah Injury Update |

দ্বিতীয় দিনের খেলার শেষে টিম ইন্ডিয়ার বোলিং কোচ বুমরাহর ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে বলেন ‘তাঁর ক্র্যাম্প ছিল, বর্তমানে সে ভালোই আছে। ক্র্যাম্পের পরেও ও বল করেছে এমনকি দুটো উইকেটও নিয়েছে। টেস্ট খেলা কঠিন, অনেক প্লেয়ারদের ফিটনেস নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তবে বুমরাহ বর্তমানে সুস্থ আছেন।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উল্লেখ্য, এ বছরের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের সবথেকে সফল বোলার হয়ে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দ্বিতীয় টেস্টেরর প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর থেকেই বোঝা যায় যে, অস্ট্রেলিয়া দল বুমরাহ আতঙ্কে ভুগছে। তাই বুমরাহর সুস্থ থাকা ও স্বাভাবিক ছন্দে বল করা টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group