৩৪ লক্ষ টাকা, সোনার ব্যাট সহ কত কী! আজ ইডেনে রিচার হাতে পুরস্কার তুলে দেবেন মমতা

Published:

CAB To Felicitate Richa Ghosh she will take Prizes from Mamata Banerjee and Saurav Ganguly
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট ঘুরিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের তৃষ্ণা মিটিয়েছেন বাংলার মেয়ে রিচা ঘোষ। ফাইনালের মঞ্চে, তাঁর 24 বলে 34 রানের বিধ্বংসী ইনিংস ভারতের বিশ্বজয়ের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সে কথা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়বে না। গতকাল দেশের নাম উজ্জ্বল করে ঘরের মেয়ে ফিরেছে ঘরে। ভারতীয় মহিলা ক্রিকেটারকে বরণ করে নিতে সেজে উঠেছিল গোটা শিলিগুড়ি। এবার বাংলার মেয়েকে বরণ করে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই সাথেই জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়েই তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বিশ্বকাপজয়ী বঙ্গ তরুণীকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ CAB র (CAB To Felicitate Richa Ghosh)।

প্রতি রানের জন্য 1 লক্ষ টাকা করে পাবেন রিচা

মহিলা বিশ্বকাপ ফাইনালের মঞ্চে 24 বল খেলে 34 রান তুলেছিলেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। দুটি ছয় এবং তিনটি চারে নিজের 34 রানের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন বাংলার মেয়ে। তবে রিচা হয়তো ভাবতেই পারেননি ফাইনালে প্রতিটি রানের জন্য 1 লক্ষ টাকা করে পাবেন তিনি। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে 34 রান করার জন্য রিচার হাতে 34 লক্ষ টাকার পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ।

শোনা যাচ্ছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগেই বাংলার মেয়ে রিচার হাতে এই পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, লক্ষ টাকার পুরস্কার মূল্যের পাশাপাশি একটি সোনার ব্যাট সহ আরও একাধিক পুরস্কারে বরণ করে নেওয়া হবে বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্যকে। আজ অর্থাৎ শনিবার বিকেলেই ইডেন গার্ডেন্সে জমকালো সংবর্ধনা দেওয়া হবে বঙ্গ তরুণীকে।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে CAB কোষাধ্যক্ষ তথা সৌরভের ছোটবেলার বন্ধু প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস জানালেন, ‘আমরা রিচাকে 34 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি। এর কারণ ও ফাইনালে 34 রান করেছে। ওই গুরুত্বপূর্ণ ইনিংসের কারণে প্রতিদান বাবদ 1 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সূত্রের খবর, রিচার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে CAB র বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তারও।

অবশ্যই পড়ুন: CSK র অধিনায়কত্ব হারাচ্ছেন ধোনি! IPL ২০২৬ এ খেলবেন তো?

ইডেনে আজ চাঁদের হাট

একাধিক সূত্র মারফত খবর, শনিবার বিকেলে রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া জগতের মানুষজনের পাশাপাশি বাংলা টলিউড দুনিয়ার প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। শোনা যাচ্ছে, শনিবারের বিকেলের মঞ্চ মাতাতে থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কোয়েল মল্লিক। এছাড়াও শোনা যাচ্ছে সুপারস্টার দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিশেষ এক কারণে তিনি থাকতে পারছেন না। পাশাপাশি রিচার সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join