৪ কারণে ভারতের কাছে গোহারা হারবে পাকিস্তান

Published on:

Can Pakistan win against India? See the answer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার দুবাইয়ের মাঠে শুরু হচ্ছে ভারত পাকিস্তান(India Vs Pakistan) দ্বৈরথ। তবে রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামার আগেই পরাজয় যন্ত্রণায় ভুগছে পাকিস্তানের খেলোয়াড়রা। কেননা, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই বড় রানের ব্যবধানে হেরেছে ভারতের পশ্চিম দিকের দেশ। এমতাবস্থায়, বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যেই আত্মবিশ্বাস চওড়া হয়েছে ভারতের ছেলেদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এখন প্রশ্ন? পাকিস্তান কি ভারতকে হারাতে পারবে? উত্তরটা, দুই দলের জন্যই যথেষ্ট কঠিন। সূত্র বলছে, পাকিস্তান যদি আগামীকালের ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা দুবাইয়ের মাঠেই শেষ হবে তাদের। অন্যদিকে ভারত চাইবে, বাংলাদেশের মতোই পাকিস্তানকেও দুরমুশ করে ম্যাচ পকেটে পুরতে। এহেন আবহে পাকিস্তানকে শায়েস্তা করতে উইনিং কম্বিনেশন বদলে দলের শক্তি বাড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ম্যাচের আগেই চাপে রয়েছে পাকিস্তান

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সাত-পাঁচ ভাবতে হচ্ছে মহম্মদ রিজওয়ানদের। কারণটা একেবারে পরিষ্কার, নিউজিল্যান্ড বাহিনীর বিপক্ষে গো হারা হেরে এবার ভারতের ম্যাচে জয়টা আবশ্যিক হয়ে পড়েছে পাকিস্তানের। ফলত বলাই যায়, আগামীকাল ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে প্রতিবেশী দেশের ছেলেরা। ম্যাচের ফলাফল কী হবে তার উত্তর দেবে সময়, তবে রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে পা রাখার আগেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা কুরে কুরে খাচ্ছে পাকিস্তানকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দলে নেই তাবড় তারকা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন পাকিস্তানের বিশ্বস্ত খেলোয়াড় ফখর জামান। পাক তারকার চোট এতটাই গুরুতর ছিল যে, চিকিৎসকদের পরামর্শে আপতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। আর সেই সূত্র ধরেই পিসিবি জানিয়েছে, গোটা মিনি বিশ্বকাপের যাত্রায় এই মরসুমে আর মাঠে নামা হচ্ছে না ফখরের।

ফলত, যাঁর ওপর ভর করে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল পাকিস্তান, সেই শক্ত খুঁটি হারিয়ে এখন একপ্রকার পরাজয়ের আশঙ্কায় ধুঁকছে দলটি। যদিও জামানের বিকল্প হিসেবে ইতিমধ্যেই পাকিস্তান দলে জায়গা হয়েছে ইমান উল হকের। তবে ওপেনার হিসেবে তিনি দলের হয়ে কতটা নির্ভরযোগ্য ব্যাটিং করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে পাক শিবিরে।

দলে ধারাবাহিকতার অভাব

পাকিস্তান ক্রিকেটে যে ধারাবাহিকতার অভাব রয়েছে তা আর অন্য কেউ নয়, স্বীকার করেছেন স্বয়ং পাকিস্তানের সহ অধিনায়ক। প্রথম ম্যাচে সাফল্য পেলে পরবর্তী ম্যাচেই মুখ থুবড়ে পড়ার মতো দৃষ্টান্ত রয়েছে পাকিস্তান ক্রিকেটে। সেই মতো দলের ছেলেদের ছন্নছাড়া পারফরমেন্স পাকিস্তানের ধারাবাহিক জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ায়।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর পাকিস্তানের সহ অধিনায়ক জানিয়েছিলেন, ক্রিকেটে বড় দলের বিরুদ্ধে জিততে হলে আমাদের ধারাবাহিক পারফরমেন্স আরও ভাল করতে হবে। প্রথম ম্যাচ জিতে তারপরের ম্যাচে হেরে গেলে চলবে না।

যথেষ্ট শক্তিশালী ভারতীয় দল

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরে ভারতের বিপক্ষে মাঠ দখলের আগে পাকিস্তানের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে ভারতের বেশ কয়েকজন তাবড় খেলোয়াড়। সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, প্রথম উইনিং কম্বিনেশন পাল্টে কুলদীপ যাদবের বদলে ধুরন্ধর স্পিনার বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার বদলে আর্শদীপ সিংকে মাঠে নামাতে পারে বোর্ড।

অবশ্যই পড়ুন: পণ্ড হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? আইসিসির সাথে বিরাট অশান্তি PCB-র!

মনে করা হচ্ছে, এবার চক্রবর্তীর মতো শক্তিশালী বোলারের ভয়েই একপ্রকার কোনঠাসা হয়ে গিয়েছে পাকিস্তান। সেই সাথে মহম্মদ শামি ও আর্শদীপ সিংয়ের মতো খেলোয়াড়কে নিয়ে বাড়তি চিন্তা তো রয়েছেই। বলা বাহুল্য, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে গত ওয়ানডে সিরিজে একেবারে ছাতু বাটা করেছে ভারত। আর সেই ঘটনাকে সামনে রেখেই রোহিতদের বিরুদ্ধে নামার আগে পরাজয়ের আশঙ্কায় ভুগছে পাকিস্তান।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group