বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করে শনিবারই 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাবতীয় জল্পনা উড়িয়ে স্কোয়াডে টানা হয়েছে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে দলের বাইরে থাকা মহম্মদ শামিকে। সেই সাথে চোট যন্ত্রণায় কাহিল অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহকে রেখেই গড়ে উঠেছে 15 সদস্যের স্কোয়াড। তবে অস্বস্তি বাড়িয়েছে ভাল পারফরমেন্স থাকা সত্ত্বেও মহম্মদ সিরাজের দলে না থাকাটা। ধুরন্ধর পেসারকে বাদ দেওয়ায় বিতর্কের মুখে পড়েছে BCCI। প্রশ্ন উঠছে চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কেন রাখা হলো সিরাজকে? উত্তর বাতিলে দিলেন স্বয়ং রোহিত শর্মা।
সিরাজের বাদ পড়া নিয়ে জোর বিতর্ক
বিগত বর্ডার গাভাস্কার সিরিজের শুরুর দিকে খুব একটা ছন্দে না থাকলেও শেষের টেস্ট গুলিতে একের পর এক উইকেট ভেঙেছেন সিরাজ। কিন্তু তা সত্বেও চ্যাম্পিয়নস ট্রফিতে শিকে ছিঁড়ল না তাঁর! অভিজ্ঞ পেসারকে বাদ দিয়েই আইসিসি টুর্নামেন্টের দল ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। ঘোষিত হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ওডিআই ম্যাচের দলও। আর এই দুই গুরুত্বপূর্ণ মহারণে সিরাজের উপস্থিতি না থাকায় দানা বেঁধেছে বিতর্ক। প্রশ্ন উঠছে, মহম্মদ শামিকে জায়গা দিতে গিয়ে দলের গুরুত্বপূর্ণ খুঁটি হারাতে বসেছে ভারত?
কেন দলে জায়গা হল না সিরাজের?
অস্ট্রেলিয়ার মাটিতে অপদস্ত সিরিজের পর চ্যাম্পিয়নস ট্রফি বিশেষ গুরুত্ব পাচ্ছে টিম ইন্ডিয়ার কাছে। পরিস্থিতি এমন যে, পান থেকে চুন খসলেই বিপদ। এহেন আবহে দলের একজন অভিজ্ঞ পেসারকে কি বাদ দেওয়াটা ঠিক হলো ভারতের? এমন সমগোত্রীয় প্রশ্নের সম্মুখীন অহরহ হতে হচ্ছে BCCI কর্তাদের। তবে সিরাজকে কেন বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে আগেই সদুত্তর দিয়েছেন অধিনায়ক রোহিত।
চ্যাম্পিয়নস ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই দল থেকে সিরাজের বাদ পড়াকে সামনে রেখে শর্মা বলেন, আমরা মূলত দলে 3 জন পেসারকে রাখতে চেয়েছিলাম। মহম্মদ শামির দলে ফেরাটা খুবই জরুরি ছিল। তাই সিরাজকে বাদ পড়তে হয়েছে। নতুন বলে ওর দক্ষতা বেশি, কিন্তু আমরা মিডিল ওভার ও ডেথ ওভারে কিছু কার্যকরী বলার চেয়েছিলাম। তাই জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং অর্শদীপ সিংকে রাখা হয়েছে। আমরা মনে করি, তাঁদের উপস্থিতিতে দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে।
বুমরাহর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। সেই কারণে ম্যাচ চলাকালীন আচমকা স্টেডিয়াম ছাড়তে হয় তাঁকে। বিপদ এড়াতে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করানো হয় তাঁর। সামনে আসে, গুরুতর ব্যাক ইঞ্জুরি। আর এর পরই দীর্ঘ টানাপোড়েন শেষ ভারতীয় পেসারকে অন্তত 5 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এহেন আবহে চ্যাম্পিয়নস ট্রফির জন্য তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এখন প্রশ্ন, চোট কাটিয়ে আদৌ মাঠে ফিরতে পারবেন জসপ্রীত? এ বিষয়ে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা।
আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশনের পর কোন রাজ্যের কর্মচারীদের সর্বপ্রথম বেতন, DA বাড়বে? দেখুন হিসেব
ভারতীয় নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা দুজনেই জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহ আদৌ খেলতে পারবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারলে তাঁকে নিয়ে যথেষ্ট চাপে পড়বে ভারত। যদিও 13 ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ পাবে টিম ইন্ডিয়া। বলে রাখা ভাল, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে বুমরাহ অনুপস্থিতির আশঙ্কাকে মাথায় রেখে KKR তারকা হর্ষিত রানাকে দলে রেখে দিয়েছে ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে সবথেকে শক্তিশালী দল নিয়ে নামবে টিম ইন্ডিয়া, কেমন হবে প্রথম একাদশ?
চ্যাম্পিয়নস ট্রফি ও ইংল্যান্ড ওয়ানডে 2025 সিরিজের জন্য ভারতের ঘোষিত দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, বুমরাহর ফিটনেস সমস্যার কথা মাথায় রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিকল্প হিসেবে রাখা হয়েছে হর্ষিত রানাকে।