বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা বড় পরিবর্তন। বদলে গেল কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডানের ম্যাচের তারিখ। হ্যাঁ, কলকাতা ফুটবল লিগে আগামী 3 জুলাই ইস্টবেঙ্গল বনাম সুরুচি সংঘের ম্যাচ হওয়ার কথা ছিল নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। অন্যদিকে 5 জুলাই কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল লাল হলুদ প্রতিবেশী মহামেডানের। তবে আপাতত যা খবর, এই দুই তারিখে হচ্ছে না দুই বাগান প্রতিবেশীর ম্যাচ। তাহলে কবে গড়াবে লাল হলুদ ও সাদা-কালোর খেলা?
বদলে গেল ইস্টবেঙ্গল ম্যাচের তারিখ
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, কলকাতা ফুটবল লিগের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 3 জুলাই নৈহাটিতে ইস্টবেঙ্গল বনাম সুরুচি সংঘের যে ম্যাচ হওয়ার কথা ছিল তা আপাতত পিছিয়ে গিয়েছে। একাধিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, 3 জুলাইয়ের পরিবর্তে সুরুচির বিরুদ্ধে আগামী 4 জুলাই মাঠে নামবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ম্যাচের ভেন্যু অর্থাৎ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামেই গড়াবে দুর্ধর্ষ মহারণ।
মহামেডান ম্যাচের নতুন তারিখ
ইস্টবেঙ্গলের পাশাপাশি বদলে গিয়েছে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা সাদাকালো ব্রিগেডের ম্যাচের তারিখ। হ্যাঁ, আপাতত যা খবর, আগামী 5 জুলাই কলকাতা পুলিশের বিরুদ্ধে হাওয়া ম্যাচের সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে, 5 তারিখের বদলে চলতি মাসের 4 তারিখ অর্থাৎ আগেরদিন বিকেল তিনটে থেকে গড়াবে মহামেডান বনাম কলকাতা পুলিশের ম্যাচ।
অবশ্যই পড়ুন: ‘১ জানুয়ারি থেকে লাগু করতে হবে সপ্তম পে কমিশন!’ পশ্চিমবঙ্গ সরকারকে আল্টিমেটাম
মোহনবাগানের ম্যাচ কবে?
দুই প্রতিবেশী অর্থাৎ ইস্টবেঙ্গল ও মহামেডানের কলকাতা ফুটবল লিগের ম্যাচের তারিখে বদল এলেও ভারতের অন্যতম সেরা ফুটবল দল মোহনবাগান বনাম কালীঘাট স্পোর্টস লাভার্সের ম্যাচের তারিখে আপাতত কোনও বদল আসেনি। কাজেই বাগানের বিরুদ্ধে কালীঘাট স্পোর্টস যে 3 জুলাই অর্থাৎ আগামীকাল নৈহাটির ময়দান দখল করবে একথা বলাই যায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |