৬০ এর বদলে ৪.৫ কোটি, অবশেষে বিবাহ বিচ্ছেদ হয়েই গেল চাহাল-ধনশ্রীর!

Published on:

Chahal-Dhanashree's divorce process completed in Mumbai court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বইয়ের ফ্যামিলি কোর্টেই ভাঙল গাঁটছড়া (Divorce)। আদালতের নির্দেশে পাকাপাকিভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হল তারকা দম্পতি যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার। বৃহস্পতিবার মুম্বই কোর্টের বিচারপতির নির্দেশে ভিন্ন পথে পা বাড়ালেন দুজনে। এদিন আলাদা আলাদা ভাবেই পারিবারিক আদালতে পৌঁছেছিলেন প্রাক্তন জুটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দুপক্ষের আইনজীবীর পারস্পারিক সম্মতিতেই বিচ্ছেদ

বৃহস্পতিবার মুখ ঢেকে আদালত কক্ষে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার চাহাল ও তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী। এদিন দুপক্ষের আইনজীবীর পারস্পরিক সম্মতিতেই সুষ্ঠুভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে পারিবারিক আদালতে। সূত্রের খবর, এদিন খোরপোশের দাবি নিয়েও একমত হয়েছে দুপক্ষই।

আড়াই বছর আলাদাই ছিলেন দুজনে

জানা যায়, প্রাক্তন দম্পতির বিবাহ বিচ্ছেদ জল্পনা তৈরি হতেই আলাদা হয়ে যান দুজনে। সূত্রের খবর, বিয়ের 18 মাস পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। বলা বাহুল্য, গত প্রায় আড়াই বছর ধরে আলাদা আলাদা বসবাস করতে শুরু করেন চাহাল ও ধনশ্রী। গত 5 ফেব্রুয়ারি একসঙ্গে বান্দ্রার পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন প্রাক্তন তারকা দম্পতি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দম্পতিকে 6 মাস কুলিং অফ পিরিয়ড অর্থাৎ দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি করে সম্পর্ক ঠিক করে নেওয়ার সুযোগ দেওয়া হয়। চাহালদের ক্ষেত্রেও একই নিয়ম কিছুটা হলেও খেটেছে।

কেননা, কুলিং অফ পিরিয়ড কার্যকর হতেই তা তুলে নেওয়ার জন্য আদালতে পিটিশন দাখিল করেন চাহাল। চাহাল বলেন, নিয়ম অনুযায়ী ধনশ্রীর সাথে সেটেলমেন্টের অর্ধেক টাকাই দেওয়া হয়েছে। আর এর পরই কুলিং অফ পিরিয়ড তুলে নেওয়ার আবেদনে রাজি হয়ে যায় হাইকোর্ট।

সম্পন্ন হল বিচ্ছেদ

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে মুম্বইয়ের পারিবারিক আদালতে শুরু হয়েছিল চাহাল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি। এদিন গোটা প্রক্রিয়া শেষে দুপক্ষ সওয়াল-জবাব শোনার পর আদালত জানিয়ে দেয়, পাকাপাকিভাবে ওই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হল।

অবশ্যই পড়ুন: আজই যুজি-ধনশ্রীর মামলার রায়দান, টিম ইন্ডিয়ায় প্রবেশের রাস্তা চিরতরে বন্ধ হল চাহালের?

উল্লেখ্য, বিচ্ছেদের আগে তারকা স্পিনারের কাছ থেকে 4.75 কোটি টাকা দাবি করেছিলেন প্রাক্তন স্ত্রী। জানা যাচ্ছে, সেই টাকার অর্ধেক অংশ আগেই দিয়ে দেওয়া হয়েছে, বাকি টুকু ডিভোর্স সম্পন্ন হওয়ার পরই প্রাক্তন স্ত্রীয়ের কাছে পাঠিয়ে দেবেন বলেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group