বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তবে এই টুর্নামেন্ট আয়োজনের আগে একাধিক ধাক্কা সহ্য করতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে। পাকিস্তান সফর বাতিল করে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছিল ভারত। দীর্ঘ দ্বৈরথের পর সুযোগ নিয়ে নিজেদের আখের গোছাতে ঝাঁপিয়ে পড়েছিল পিসিবিও (Pakistan Cricket Board)। শেষ পর্যন্ত দুই দেশের দাবি মেনেই গড়ায় চ্যাম্পিয়নস ট্রফির চাকা।
তবে ভারত-পাকিস্তান মতপার্থক্যের পর এবার ICC টুর্নামেন্ট নিয়ে নতুন সমস্যা দানা বেঁধেছে। ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে এ কথা আগেই জানানো হয়েছে। বাকি ম্যাচ হবে পাক ময়দানেই। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও পাকিস্তানের স্টেডিয়াম গুলিতে বর্তমানে ভারী নির্মাণ কাজ চলছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সেই কাজ সম্পূর্ণ না হলে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বড়সড় ধাক্কা খেতে পারে আইসিসি। জল্পনা যখন এমন, সেই মুহূর্তে উঠে আসছে বিকল্প ভেন্যুর প্রসঙ্গ। অনেকেই বলছেন, পাকিস্তানে নয়, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হবে ভিন দেশে। এবার সেই সব জল্পনা উড়িয়ে বড় আপডেট দিল PCB।
আদৌ পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি?
আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 9 মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। এখনও পর্যন্ত যা খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মোট 15টি চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর এই ম্যাচগুলির বেশিরভাগই যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এ কথা আগেই জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
তবে বর্তমানে পাকিস্তানের 3 স্টেডিয়ামেই আপগ্রেডেশনের কাজ চলছে। ক্রিকেটারদের ড্রেসিং রুম থেকে শুরু করে দর্শকদের বসার আসন সবকিছু মিলিয়ে জোর কদমে চলছে নির্মাণ কাজ। তবে এই বিরাট কর্মযজ্ঞ ফেব্রুয়ারির আগে শেষ হবে কিনা তা নিয়ে বিশেষ সংশয়ে রয়েছে। আর সেই কারণকে সামনে রেখেই উঠে আসছে ভিন্ন বিকল্প স্টেডিয়ামের প্রসঙ্গ।
জল্পনা ওড়াল পিসিবি!
পাকিস্তানের 3 স্টেডিয়ামের নির্মাণ কাজ ফেব্রুয়ারির আগে শেষ হবে না। আর সেই কারণেই পাকিস্তান থেকে সরে যেতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফি! সম্প্রতি এই জল্পনাই আইসিসি টুর্নামেন্টকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে সেই জল্পনায় জল ঢেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র। এক রিপোর্ট মারফত খবর, ক্রিকেট স্টেডিয়াম গুলিকে পুনরায় সাজিয়ে তুলতে প্রায় 12 বিলিয়ন রুপি লগ্নি করেছে পিসিবি।
জানা যাচ্ছে, মূলত চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করেই জোর কদমে চলছে নির্মাণ কাজ। পিসিবির সূত্র বলছে, পাকিস্তানেই হবে চ্যাম্পিয়নস ট্রফি। সমাজমাধ্যমে যে জল্পনা ছড়িয়েছে তার পুরোটাই গুজব। আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না এলেও সূত্র অনুযায়ী, আপাতত চ্যাম্পিয়নস ট্রফি যে পাকিস্তান থেকে সরছে না একথা নিশ্চিত।
শেষ বিকল্প আরব আমিরাত?
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক স্টেডিয়ামগুলির নির্মাণ কাজ কতটা এগিয়েছে তা পরিদর্শন করতে খুব শীঘ্রই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে আইসিসির একটি দল। তবে 12 ফেব্রুয়ারির মধ্যে 3 স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করে পিসিবি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে স্টেডিয়াম হস্তান্তর করতে না পারে সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি সরে আসতে পারে সংযুক্ত আরব আমিরাতে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই স্টেডিয়ামগুলির যাবতীয় কাজ শেষ হবে। আর এর পরই পুরোদমে টুর্নামেন্ট আয়োজন করবে তারা।