কলকাতাঃ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025) আয়োজন করার সময় দ্রুত এগিয়ে আসছে তবে ভারতীয় (India) দল ২৭ বছর পর পাকিস্তান (Pakistan) সফরে যাবে কিনা সে সম্পর্কে কোনও আপডেট নেই। যদিও বিসিসিআই এর আগে বহুবার জানিয়ে দিয়েছে, ভারত পাকিস্তানে খেলতে যাবে না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) প্রধান নির্বাহী ও চেয়ারম্যান রিচার্ড গোল্ড এবং রিচার্ড থম্পসন সম্প্রতি বলেছেন, ভারত যদি পাকিস্তান সফর না করে তবে ভিন্ন বিকল্প ব্যবস্থা করতে হবে। অর্থাৎ হাইব্রিড মডেল ব্যবহারের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। ভারতকে ছাড়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব হবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
দুই দেশ এবং তাদের সরকারের মধ্যে দ্বন্দ্বের কারণে, বিসিসিআই (BCCI) গত বছর এশিয়া কাপের জন্য ভারতীয় দলকে পাকিস্তানে পাঠায়নি, তাই হাইব্রিড মডেলে খেলা হয়েছিল। তখন ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। গত বছর ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে এসে অল্পের জন্য সেমিফাইনালে জায়গা হাতছাড়া করেছিল পাকিস্তান।
রিচার্ড বলেছেন, ‘যখন এই দুই দেশ একে অপরের বিপক্ষে খেলে, তখন সবসময়ই নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে। এ কারণে হয়তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমি জানি, এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক কতটা ভাল হতে পারে, নিউইয়র্কে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা সেটা দেখেছি।’
১৯৯৬ সালে সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপ আয়োজনের পর থেকে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করেনি পাকিস্তান। পিসিবি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বিশ্বমানের টুর্নামেন্টের জন্য তারা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় দল পাকিস্তান সফরে যাবে কি যাবে না, তা নির্ভর করছে ভারত সরকার ও বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। সম্প্রতি লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ভারতের অংশগ্রহণ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি আশাবাদী ভারত তাঁদের দেশে খেলতে যাবে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সালের জুলাই থেকে ভারত পাকিস্তান সফর করেনি। নকভি অবশ্য টুর্নামেন্টে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী।