পাকিস্তান থেকে ভারতে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, অফিসিয়ালি ঘোষণার সাথে শিডিউল জারি ICC-র

Published:

icc champions trophy
Follow

কলকাতাঃ পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে একের পর এক খবর এসেই যাচ্ছে। আর এরই মধ্যে ICC বড় ঘোষণা করে জানিয়েছে যে, পাকিস্তান থেকে ভারতে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে জানিয়ে রাখি, ICC-র এই ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের সাথে সম্পর্কিত নয়। টুর্নামেন্টের আগে বিশ্বকাপ ট্রফি যেমন দেশে দেশে ঘোরে, তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে ভারত ট্যুরে আসবে।

সবার শেষে ভারতে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি

আইসিসি মিডিয়া রিলিজে বলেছে যে, ১৬ নভেম্বর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর শুরু হয়েছে। এত ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। সব দেশ ঘুরে সবার শেষে ভারতে আসবে এই ট্রফি। ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের একাধিক শহরে এই ট্রফি যাবে। এরপর আফগানিস্তান সেখানে ১০ দিন থেকে বাংলাদেশ। ১৫ থেকে ২২ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন শহরে ট্রফির ট্যুর হবে। তারপর সেখান থেকে সাউথ আফ্রিকায় পৌঁছবে এই ট্রফি।

সাউথ আফ্রিকার ট্যুর শেষ করে অস্ট্রেলিয়ায় ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ট্রফির ট্যুর চলবে। এরপর ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে এই ট্রফি যাবে। ১২ ও ১৪ জানুয়ারি ইংল্যান্ডে থাকবে ট্রফি। এরপর ভারতে আসবে। ১৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি অবধি ভারতের বিভিন্ন শহরে এই ট্রফির ট্যুর হবে। এরপর আবারও পাকিস্তানে পাঠানো হবে ট্রফি।

ফেব্রুয়ারি ও মার্চ মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

২৭ জানুয়ারি পাকিস্তানে একটি অনুষ্ঠান রয়েছে। এরপর টুর্নামেন্টের বাকি প্রস্তুতি শুরু করা হবে। আগামী বছর মানে ২০২৫ এর ফেব্রুয়ারি ও মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। যদিও এখনও পর্যন্ত এটা নিশ্চিত হয়নি যে, এই ট্রফির আয়োজন হাইব্রিড মডেলে হবে নাকি শুধু পাকিস্তানেই হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join