বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL জিতল মোহনবাগান। লিগশিল্ড জয়ের পর কাপ জেতাই একমাত্র লক্ষ্য ছিল মোলিনাদের। আর সেই লক্ষ্যই শনিবার ঘরের মাঠে সর্বশক্তি দিয়ে পূরণ করেছে মেরিনার্সরা। আমরণ চেষ্টা করেও সবুজ মেরুনের ঘরের মাটিতে দাঁড়িয়ে সাফল্য নিশ্চিত করতে পারেননি ভারতীয় ফুটবলের নায়ক সুনীল ছেত্রী। তবে বাগানের পাশাপাশি এ মরসুমে দুরন্ত ফুটবলের নিরিখে প্রতিযোগিতা শেষে সেরা ফুটবলার সহ নানান পুরস্কার পেয়েছে বাকি দলগুলিও। চলুন জেনে নেওয়া যাক, এ মরসুমে(ISL 2024-25) কার হাতে গেল কোন সেরার পুরস্কার।
যুব ফুটবলারদের নিয়ে দুর্দান্ত পারফরমেন্স
এবারের ইন্ডিয়ান সুপার লিগে একেবারে যুব ফুটবলারদের নিয়ে দুর্দান্ত ছন্দে ছিল খালিদ জামিলের জামশেদপুর এফসি। হ্যাঁ, যুব ফুটবলারদের সঙ্গে নিয়ে ভাল ফুটবল দেখানোয় প্রতিযোগিতা শেষে পুরস্কারও পেয়েছে বাগানের শেষ চারের প্রতিপক্ষ।
সোনার গ্লাভস
এ মরসুমে মোহনবাগানের হয়ে 15টি ম্যাচে একটিও গোল খাননি গোলরক্ষক বিশাল কাইথ। বাগান তারকার এমন রেকর্ডের কারণে তাঁকে সোনার গ্লাভস উপহার দিয়েছে ISL উদ্যোক্তারা।
ঘরোয়া ফুটবলারদের নিয়ে ভাল কাজ
এ যাত্রায় একেবারে ঘরের ছেলেদের নিয়ে অসাধারণ সাফল্য পেয়েছে জামশেদপুর এফসি। ফলত, যুব ফুটবলারের পাশাপাশি ঘরোয়া ফুটবলারদের নিয়ে ভাল পারফরমেন্স থাকায় সেই পুরস্কারও ঘরে তুলেছে খালিদ জামিলের দল।
গোল্ডেন বুট
ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ গোল করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখেছেন নর্থইস্ট ইউনাইটেড অন্যতম ভরসাযোগ্য নাম আলাদিন আজেরাই। আর সে কারণেই তাঁকে সোনার বুট উপহার দেওয়া হয়েছে। বলে রাখি, দলের হয়ে এ যাত্রায় মোট 23টি গোল করেছেন তিনি।
সোনার বল
সোনার বুট জেতার পাশাপাশি সর্বাধিক গোল ও 7টি অ্যাসিস্ট গোল করার কারণে নর্থ ইস্টের আলাদিন আজেরাইয়ের হাতেই তুলে দেওয়া হয়েছে সোনার ফুটবল।
অবশ্যই পড়ুন: দাম নয় যেন দৌড়! সোনা-রুপো দুটোরই রেকর্ড, দেখুন আজকের রেট
সবচেয়ে নজরকাড়া ফুটবলার
ISL 2024-25 মরসুমে এফসি গোয়ার ভয়ঙ্কর ফুটবলার ব্রাইসন ফের্নান্দেস শত্রুপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সবচেয়ে বেশি নজরে এসেছেন। টেবিলটপার তথা লিগশিল্ড ও কাপ জয়ী মোহনবাগানের বিপক্ষেও একরোখা আক্রমণ চালিয়ে গিয়েছিলেন তিনি, আর সেই কারণেই তাঁকে সেরা নজরকাড়া ফুটবলার হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |