রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১ রানে সম্মান রক্ষা! প্লে অফের অঙ্ক কতটা সহজ হল KKR-র?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্লে অফের আশা বাঁচালো মাত্র 1 রান। রবিবাসরীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করে জয়ের পথে আরও এক ধাপ কমালো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এদিন বাঘা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়েই মুখের হাসি চওড়া হয়েছিল নাইট কর্তাদের।

যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এতদিন বয়ে গিয়েছে সমালোচনার ঝড়, সেই ক্যারিবিয়ান রাসেল এবার বুঝিয়ে দিলেন, বাঘ কখনও শিকার করতে ভোলে না। রবির ম্যাচে রাসেল ছাড়াও জাত চিনিয়েছেন নাইট শিবিরের বাকিরাও। সকলের মিলিত প্রচেষ্টায় গতকাল 1 রানে হলেও সম্মান বেঁচেছে ডিফেনডিং চ্যাম্পিয়নদের। আর এই জয়ের পরই প্রশ্ন উঠছে, কলকাতার প্লে অফের অঙ্ক কতটা সহজ হল?

পয়েন্ট টেবিলে উন্নতি

শেষবারের মতো দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে জয়ে ফিরেছিল শাহরুখ খানের দল। সেই ধারা অব্যাহত রাখতে একেবারে উঠেপড়ে লেগেছিলেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা। আর সেই লক্ষ্যেই গতকাল রাজস্থান বধ করে 3 বারের চ্যাম্পিয়নরা। আর এই জয়ের পরই বদলেছে পয়েন্ট তালিকার চেহারা। জানিয়ে রাখি, গতকাল রাজস্থানের বিপক্ষে 1 রানে জয়ের পর 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে থাকা KKR বর্তমানে এক ধাপ এগিয়ে তালিকার 6 নম্বরে রয়েছে।

অবশ্যই পড়ুন: কাশ্মীরে ফের ঝরল রক্ত, ৭০০ ফুট গভীর খাদে ভারতীয় সেনার ট্রাক! মৃত ৩ জওয়ান

KKR-র প্লে অফ সমীকরণ

রবিবার বিকেল পর্যন্ত পয়েন্ট তালিকার 7 নম্বর থাকা কলকাতা নাইট রাইডার্স 6 নম্বরে উন্নীত হওয়ার পাশাপাশি কিছুটা হলেও রান রেট বাড়িয়েছে। সেই সাথেই 11 ম্যাচের 5টিতে জয়, 5টিতে পরাজয় ও 1টি বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ নিয়ে প্লে অফ ছোঁয়ার আশা ধরে রেখেছে অজিঙ্কা রাহানের দল। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে, লড়াইয়ে টিকে থাকতে গেলে এখন কোন অঙ্ক ধরে এগোতে হবে কলকাতাকে? বলা বাহুল্য, কলকাতাকে প্লে অফে উঠতে হলে আগামী 3 ম্যাচেই জিততে হবে। আসন্ন 3 আসরে জয়ের পর নাইটদের পয়েন্ট হবে 17।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে, ওয়াকিবহাল মহল বলছে, রিঙ্কু সিংরা যদি পরপর 3 ম্যাচে নাও যেতেন সেক্ষেত্রে নেট রান রেটের ওপর ভিত্তি করে প্লে অফে পৌঁছে যাবেন। হ্যাঁ, আগেও 14-16 পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠার দৃষ্টান্ত রেখেছে বহু দল। যদিও এই অসাধ্য সাধন সম্ভব শুধুমাত্র নেট রান রেটের দরুণ। কাজেই আগামী ম্যাচগুলিতে জয়ের পাশাপাশি কলকাতাকে নেট রান রেট চাঙ্গা করার দিকেও নজর দিতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥