বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার দিল্লির ঘরের মাঠে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মঙ্গলের ম্যাচে মঙ্গল কর্মের পর প্লে অফের আশা আরও শক্ত হয়েছে KKR-র। তবে আশা থাকলেও সমীকরণ কিন্তু কঠিনই থেকে গেল। 10 ম্যাচের 4টিতে জয়, 5টিতে পরাজয় ও একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার 7 নম্বর রয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে পয়েন্ট তালিকার মাঝামাঝি থাকলেও প্লে অফ সমীকরণে এক ফোঁটাও স্বস্তি পাচ্ছে না শাহরুখ-জুহির দল।
কোন অঙ্কে প্লে অফ ছুঁতে পারবে KKR?
দিল্লির বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে নাইট বাহিনীর। গতকাল অক্ষর প্যাটেলদের ঝোড়ো ইনিংসের মাঝেই আচমকা চোট পেয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। আর এরপরই নাইট শিবিরের নেতৃত্ব গিয়ে পড়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিনের কাঁধে। বড় দায়িত্ব কাঁধে পেতেই মোক্ষম সময়ে দিল্লির 3 গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে আউট করে প্রতিপক্ষের কোমর ভেঙে দেন নারিন। যা ছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ জয়ের প্রধান টার্নিং পয়েন্ট।
নারিনের নেতৃত্বে জয় পেতেই প্লে অফে ওঠার স্বপ্ন যেন চাগাড় দিয়ে উঠেছে কলকাতার। তবে আশা থাকলেও সমীকরণ কিন্তু যথেষ্ট কঠিন। হিসেব বলছে, 3 বারের চ্যাম্পিয়নদের প্লে-অফে উঠতে হলে আগামী 4 ম্যাচের 4টিতেই জিততে হবে। যেই কাজটা একেবারেই সহজ হবে না। কেননা, প্লে অফের লড়াইয়ে অংশ নেওয়ার আগেই নাইটদের মুখোমুখি হতে হবে 4 শক্তিশালী দল রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আর এই প্রত্যেক ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় তোলাটা যে কতটা কঠিন কাজ তা বুঝতে পারছেন নাইট শিবিরের প্রত্যেকেই।
অবশ্যই পড়ুন: ফের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন আম্বানি, আদানির অবস্থা কেমন? দেখুন তালিকা
সমীকরণ না মিললেও প্লে অফে ওঠার সম্ভাবনা রয়েছে KKR-র!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, কোনও দলকে প্লে অফে জায়গা করতে হলে 16 পয়েন্ট তুলতেই হয়। যেখানে কলকাতার বর্তমান পয়েন্ট এখন 9। ফলত, আসন্ন 4 ম্যাচে জিততে পারলে রিঙ্কু সিংদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 17-তে। আর এখানেই রয়েছে নতুন অঙ্ক। পুরনো হিসেব বলছে, কলকাতা নাইট রাইডার্স যদি 4 ম্যাচের অন্তত 3 আসরেও যেতে সেক্ষেত্রে প্লে অফে ওঠার সম্ভাবনা জিইয়ে থাকবে। কারণ, 3 ম্যাচ জিতে নাইটদের পয়েন্ট হবে 15।
অতীতে 14-16 পয়েন্ট নিয়ে IPL প্লে অফে হাজির হয়েছে বহুদল। উদাহরণ হিসেবে বলে রাখি, 2023 সালে মাত্র 14 পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সে ক্ষেত্রে নেট রান রেট ছিল প্রধান ফ্যাক্টর। কলকাতার ক্ষেত্রেও এবছর নেট রান রেট X ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সেজন্য ম্যাচ জয়ের পাশাপাশি নিজেদের পারফরমেন্স ও নেট রান রেটের দিকে নজর দিতে হবে নাইটদের।