লাভের গুঁড় খেল পিঁপড়ে! SRH হারায় RCB-র থেকে বেশি সুবিধা KKR-র, রইল IPL-র পয়েন্ট টেবিল

Published on:

srh-rcb

গতকালের দুরন্ত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাহলে পয়েন্ট টেবিলে কেমন কি পরিবর্তন হয়েছে তাই দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক আইপিএলের পয়েন্ট টেবিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১) রাজস্থান রয়্যালস : চলতি বছর আইপিএলে সবচেয়ে সফল দল রাজস্থান রয়্যালস। মোট ৮ টি ম্যাচ খেলেছে তারা, যার মধ্যে জয় পেয়েছে ৭টিতে। ১৪ পয়েন্ট এবং +০.৬৯৮ নেট রানরেট নিয়ে লীগ টেবিলের শীর্ষে সঞ্জু স্যামসনের ফল।

২) কলকাতা নাইট রাইডার্স : লীগ টেবিলের দুই নম্বর পজিশনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোট ৭ ম্যাচ খেলে ৫টিতে জিতে ১০ পয়েন্ট এবং +১.২০৬ নেট রানরেট রয়েছে নাইটদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৩) সানরাইজার্স হায়দরাবাদ : বৃহস্পতিবার ঘরের মাঠে বেঙ্গালুরুর কাছে ম্যাচ হেরে যায় হায়দরাবাদ। তারা মোট ৮ ম্যাচ খেলে জিতেছে ৬টি ম্যাচ। ১০ পয়েন্ট এবং +০.৫৭৭ রানরেট নিয়ে পয়েন্টস টেবিলে ৩ নম্বর স্থানে রয়েছে তারা।

৪) লখনউ সুপার জায়ান্টস : লখনউ এখনো অবধি ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে। ৫টি ম্যাচ জিতে +০.১৪৮ নিয়ে কেএল রাহুলের দল রয়েছে চতুর্থ স্থানে।

৫) চেন্নাই সুপার কিংস : এবছর চেন্নাই সুপার কিংস ভালো খেললেও বেশ কয়েকটি ম্যাচ হেরে গিয়েছে। ৮ ম্যাচ খেলেছে দলটি, তারমধ্যে তারা জয় পেয়েছে চারটিতে। পঞ্চম স্থানে থাকা চেন্নাই মোট ৮ পয়েন্ট এবং +০.৪১৫ নেট রানরেট পেয়েছে।

৬) দিল্লি ক্যাপিটালস : শুরুর দিকে টানা ম্যাচ হারলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে দিল্লি। বর্তমানে তারা লীগ টেবিলের ৬ নাম্বার পজিশনে রয়েছে। ৯ টি ম্যাচের মধ্যে ৪ টিতে জয় পেয়েছে ঋষভ পন্থের দল। তাদের প্রাপ্ত স্কোর ৮ এবং নেট রানরেট -০.৩৮৬।

৭) গুজরাট টাইটান্স : গত বেশ কয়েকটা বছর দারুণ পারফরম্যান্স উপহার দেয় গুজরাট, কিন্তু এবছর ঠিক উল্টোটাই দেখা যাচ্ছে। ৯ ম্যাচে মাত্র ৪টিতে জয় পেয়েছে তারা। বর্তমানে দিল্লির পয়েন্ট ৮ এবং নেট রানরেট -০.৯৭৪।

৮) মুম্বই ইন্ডিয়ান্স : অধিনায়ক বদলের পর থেকে বদল এসেছে মুম্বাইয়ের পারফরম্যান্সে। এখনো অবধি ৮টি ম্যাচ খেলে মাত্র ৩টি জিতেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট ৬ এবং নেট রানরেট -০.২২৭।

৯) পঞ্জাব কিংস : পঞ্জাব দলের অবস্থাও তথৈবচ। এরমধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট এবং -০.২৯২ নেট রানরেট রয়েছে পাঞ্জাবের।

১০) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : প্লে অফের আশা যাদের শেষ তারা হচ্ছে লীগের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯ ম্যাচে তারাও ২টিতে জয় পেয়েছে। বেঙ্গালুরুর স্কোর মাত্র ৪ পয়েন্ট এবং তাদের নেট রানরেট -০.৭২১।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group