ঘরের মাঠে লাগাতার ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। নাইটদের পরিবর্তী ম্যাচও রয়েছে ইডেন গার্ডেন্সে। স্বাভাবিক ভাবেই এই ম্যাচেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া হয়ে নামবে কলকাতা। পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের সাথে। ইডেনের মাঠেই খেলা হওয়াতে বড় জয়ের লক্ষ্য রয়েছে কলকাতার। চলুন তাহলে এই ম্যাচ সম্বন্ধে জানাই আপনাদের।
আগামী ২৬ এপ্রিল শুক্রবার ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার থেকে। কলকাতা মোট ৭ টি ম্যাচ খেলে ৫ টিতে জয় পেয়েছে। ২ টি ম্যাচে হেরেছে তারা। যার মধ্যে একটি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হেরেছে, দ্বিতীয়বার তারা হেরে গিয়েছে রাজস্থানের কাছে। ঘরের মাঠে রাজস্থানের কাছে হারের মত পরিস্থিতি যাতে আর না আসে সেই বিষয়ে বেশ তৎপর নাইটরা।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, ফিল সল্ট (উইকেট রক্ষক), অঙ্কৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, ভৈবভ অরোরা, বরুণ চক্রবর্তী।
পাঞ্জাব কিংসে : জনি বেরস্টো, শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রবসিমরান সিং, সাম কুরান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, ক্র্যাগিসো রাবাদা, অর্শদীপ সিং, হর্শাল প্যাটেল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |