বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি আইএসএলে পয়েন্ট তালিকার মগডালে থাকা মোহনবাগান (Mohun Bagan Super Giant) শেষ দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি। জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র দিয়ে শুরু করে গত মঙ্গলবার চেন্নাইয়িন এফসির বিপক্ষে গোলশূন্য অ্যাওয়ে ম্যাচ, দুই মহারণেই দলকে জয়ে ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছে বাগানের ছেলেরা। তবে দুর্ভাগ্য যে, ধরা দেয়নি সাফল্য। পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে, কেরালা ব্লাস্টার্স থেকে চেন্নাইয়িন এফসিতে যোগদান করা প্রাক্তন বাগান প্লেয়ার প্রীতম কোটালের গলায় উঠে এসেছে মোহনবাগানমুখী সুর। মঙ্গলবার ম্যাচের সমাপ্তি ঘটনার পর গঙ্গা পাড়ের দলকে নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য রেখেছেন প্রীতম।
আইএসএল জয়ী মোহনবাগানের অংশ ছিলেন প্রীতম
উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার্স থেকে বেরিয়ে চেন্নাইয়িন এফসিতে নাম লিখিয়েছেন প্রাক্তন বাগান প্লেয়ার প্রীতম কোটাল। মঙ্গলবার এই পুরনো সৈনিকের বিরুদ্ধেই লড়াই করতে হয়েছে বাগানের ছেলেদের। বলে রাখা ভাল, প্রীতম তাঁর কেরিয়ারের একটা বড় অংশ মোহনবাগানের জন্য উজাড় করে দিয়েছিলেন। এই বাঙালি ফুটবলারকে সঙ্গী করেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তবে পরবর্তীকালে বিশেষ কিছু সমস্যার কারণে তাঁকে দল থেকে ছাটাই করে ম্যানেজমেন্ট। এবার সেই ফুটবলারের গলাতেই শোনা গেল সবুজ মেরুনের প্রশংসা।
অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-তেই বাদ শামি! নেপথ্যে কী ফিটনেস? জানা গেল আসল কারণ
ঠিক কী বলেছেন প্রীতম?
মঙ্গলবার হাই ভোল্টেজ ম্যাচ শেষ হতেই গোলশূন্য অবস্থায় মাঠ ছেড়েছিলেন উভয় দলের খেলোয়াড়রা। এমন সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রাক্তন দল প্রসঙ্গে আত্মবিশ্বাসী মন্তব্য রাখেন প্রীতম। খেলোয়াড় বলেন, মোহনবাগানের মতো একটি শক্তিশালী দলের জন্য নিজের অবদান রাখতে পেরে সত্যিই আনন্দিত। এই দলে যে কোনও মুহূর্তে ম্যাচ ঘোরানোর মতো ফুটবলার রয়েছে। সেই ভাবনা মাথায় রেখেই আমরা আজকের ম্যাচে খেলতে নেমেছিলাম। সেই ছক কাজে এসেছে।
প্রাক্তন বাগান তারকা আরও বলেন, সবেমাত্র 2 দিন হয়েছে চেন্নাইয়িন এফসিতে যুক্ত হয়েছি। আর এই অল্প সময়ের মধ্যে দলের কোচ যে আমার ওপর ভরসা রেখেছেন এটাই অনেক। বর্তমানে আমার একটাই লক্ষ্য, চেন্নাইয়িন এফসিকে একটা ভাল পজিশনে নিয়ে যাওয়া। মোহনবাগানের ছেলেদের জন্য আমার শুভকামনা রইল। দল এগিয়ে যাক। তবে চলতি মরসুমের শেষের দিকে কঠিন লড়াই অপেক্ষা করছে। কিন্তু আমার মনে হয় তাতে খুব একটা অসুবিধা হবে না বাগান প্লেয়ারদের। কারণ তাঁদের মধ্যে জয়ের মানসিকতা আগে থেকেই রয়েছে।