অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’বার BGT জয়ে বড় অবদান, টেস্টে অনবদ্য রেকর্ড রয়েছে পূজারার

Published on:

Cheteshwar Pujara Test records against Australia in BGT

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকার পর একরাশ অভিমান এবং হতাশা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা। যে খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন ভারতের বহু যুদ্ধজয়ের কারিগর।

তবে অচিরেই ক্রিকেট থেকে হাত গুটিয়ে নেওয়া এই খেলোয়াড়ের রেকর্ড সম্পর্কে এখনও অনেকেই অবগত নন। বলে রাখি, এই পূজারার কারণেই কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’বার জয় পেয়েছিল ভারত। অজিদের বিরুদ্ধে টেস্টে তাঁর অনবদ্য সব রেকর্ড রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পূজারার টেস্ট রেকর্ড

ভারতীয় টেস্ট দলের অন্যতম রত্ন ছিলেন চেতেশ্বর পূজারা, সে কথা বোধহয় আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন জাতীয় দলে উপেক্ষিত ছিলেন তিনি। বলে রাখি, বিশেষত অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই ভারতীয় ক্রিকেটারের রেকর্ড ছিল অনবদ্য।

পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, অবসরের আগে পর্যন্ত অজিদের বিরুদ্ধে মোট 11টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন পূজারা। এই সময়ের মধ্যে 47.28 গড়ে 993 রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল 3টি দুরন্ত সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি। আসলে ভারতের হয়ে মূলত 3 নম্বরে নামতেন পূজারা। অনেকেই হয়তো জানেন না, রাহুল দ্রাবিড়ের পর এই পূজারাকেই টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার দ্বিতীয় প্রাচীর হিসেবে বিবেচনা করা হয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বর্ডার গাভাস্কার ট্রফিতে পূজারার রেকর্ড

ভারতীয় দলের হয়ে বর্ডার গাভাস্কার ট্রফির মঞ্চে একপ্রকার তাণ্ডব চালিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া চেতেশ্বর পূজারা। এই আসরে বোলারদের পিটিয়ে অনবদ্য সব রেকর্ড গড়েছেন তিনি।

বলে রাখি, 2013 সালে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে একাই 419 রান করেছিলেন তিনি। এরপর 2014 সালে পূজারার ব্যাট থেকে 201 রান পেয়েছিল ভারত। এছাড়াও, 2017 সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে 405 রান, 2018 সালের BGT টেস্টে 521 এবং 2020 সালের আসরে 271 রান করেছিলেন ভারতের এই সুপার হিরো।

 

অবশ্যই পড়ুন: জলপথে ভারতে ঢোকার চেষ্টা! গুজরাতে ১৫ জন পাকিস্তানিকে পাকড়াও করল BSF

উল্লেখ্য, সদ্য ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট দিলীপ ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন অবসরপ্রাপ্ত ক্রিকেটার চেতেশ্বর পূজারা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥