বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা একাদশ (IPL XI) বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার তথা কলকাতা নাইট রাইডার্সের বিদেশি তারকা মঈন আলি। ইংলিশ তারকা তথা নাইটদের নতুন অস্ত্র মঈনের একাদশে ঠাঁই হয়নি ভারতীয় মহাতারকা রোহিত শর্মা থেকে শুরু করে অভিজ্ঞ সুরেশ রায়না কারোরই।
এবার কার্যত একই পথে হাঁটলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ওরফে বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের প্রাক্তন সতীর্থ ক্রিস গেইলও। IPL ক্রিকেটারদের তালিকা তৈরি করে দীর্ঘ কাটা ছেঁড়ার পর সেরা একাদশ তৈরি করেছেন গেইল। তবে দুঃখের বিষয়, এবারেও সেরা IPL একাদশ থেকে বাদ পড়েছেন রোহিত। গেইলও ভরসা রেখেছেন কোহলিতেই।
ওপেনিংয়ে দুই তারক
প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে ওপেনার হিসেবে নিজের নামের পাশাপাশি বেঙ্গালুরুর প্রাক্তন সতীর্থ বিরাট কোহলিকে রেখেছেন। অর্থাৎ, গেইলের একাদশে ওপেনিং করছেন ক্রিস গেইল(নিজে) ও বিরাট কোহলি।
মিডল অর্ডারে কারা?
ওপেনিংয়ে বিরাট কোহলি ও নিজের ওপর দায়িত্ব ছেড়ে গেইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে মিডল অর্ডারে রেখেছেন, সুরেশ রায়না, প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারিনকে।
বোলিং বিভাগে কারা?
ক্রিস গেইল তার সর্বকালের সেরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একাদশে বোলার হিসেবে মূলত 3 জনকে জায়গা দিয়েছেন। বলা ভাল, গেইলের একাদশের 3 বোলারই ভারতীয়। হ্যাঁ, প্রথম একাদশের 9 নম্বরে জায়গা পেয়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। এছাড়াও পেসার হিসেবে জসপ্রীত বুমরাহ ও ভুবেনশ্বর কুমারকে রেখেছেন তিনি। উল্লেখ্য, 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জায়গা দেওয়া হয়েছে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে।
অবশ্যই পড়ুন: ১০০ দিনের শ্রমিক সেজে প্রতারণা! মহম্মদ শামির বোন ও শ্যালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
এক নজরে ক্রিস গেইলের সেরা IPL একাদশ
ক্রিস গেইল, বিরাট কোহলি, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |