বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধারাভাষ্যকার হর্ষ ভোগলের (Harsha Bhogle) বর্ষসেরা একাদশ তালিকা নিয়ে বিতর্কের ঘটনা নতুন নয়। অতি সম্প্রতি বছরের সেরা টেস্ট একাদশ দল প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভোগলে। সেবার রোহিত-বিরাটদের সাথে অস্ট্রেলিয়ানদের জায়গা না হওয়ায় তুমুল বিতর্কে জড়িয়েছিলেন হর্ষ।
2024 যেতে না যেতেই ফের উসকে গেল বিতর্কের স্মৃতি। হ্যাঁ, এবারেও চেনা পথে হেঁটে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার। অজিদের পর এবার সেই তালিকায় জায়গা পাননি পাকিস্তানের একজনও। সেই সাথে ভোগলের পছন্দের তালিকায় 5 ভারতীয় ক্রিকেটারের নাম থাকলেও জায়গা হয়নি জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদবের। আর এই ঘটনাই হর্ষের টি-টোয়েন্টি একাদশকে বিতর্কিত একাদশ বানিয়েছে।
হর্ষ ভোগলের সেরা টি-টোয়েন্টি একাদশ-
তালিকার শীর্ষে ট্রাভিস হেড
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই বিধ্বংসী ইনিংস খেলার নজির গড়েছেন অজি তারকা হেড। শত্রুপক্ষকে নিজের অবস্থান জানান দিয়ে বহুবার দলের ভরসার কাঁধ হয়ে উঠেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান তারকার গোছানো ক্রিকেট এবং আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালানোর দক্ষতা দলের সাফল্যের মূল চাবিকাঠি বলেই মনে করেন সিংহভাগই। আন্তর্জাতিক ক্রিকেটে হেডের স্ট্রাইক রেট রয়েছে 160.89-র।
হর্ষের তালিকায় দ্বিতীয় ফিল সল্ট
ভারতীয় ধারাভাষ্যকার ভোগলের বর্ষসেরা টি-টোয়েন্টি তালিকায় 2 নম্বরে নাম রয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্টের। মূলত জাতীয় দলের ওপেনার হিসেবে তাঁকে বেছে নিয়েছেন হর্ষ। তালিকায় জায়গা পাওয়া যে জন্য অর্থাৎ টি-টোয়েন্টির পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের তরুণ প্রতিভা সল্টের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 3টি সেঞ্চুরি রয়েছে। 165 বা তার বেশি স্ট্রাইক রেটে 20 ওভারের ম্যাচে ব্যাট করেন ইংলিশ তারকা।
3 নম্বরে সঞ্জু স্যামসন
হর্ষ ভোগলের বিতর্কিত তালিকায় 3 নম্বরে জায়গা হয়েছে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের। অন্যান্য ফরম্যাটে না হলেও দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন সঞ্জু। টি-টোয়েন্টি কেরিয়ারে এখনও অবধি 3টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে। 20 ওভারের ম্যাচে সঞ্জুর স্ট্রাইক রেট 155-এরও বেশি। হয়তো সেই কারণেই বর্ষসেরার তালিকায় জায়গা হয়েছে ভারতীয় তারকার।
নিকোলাস পুরান
হর্ষ ভোগলের সেরা একাদশে চতুর্থ স্থানে জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তরুণ প্রতিভা নিকোলাস পুরানের। তবে উইকেটরুক্ষক হিসেবে ভোগলের পছন্দে তার অবস্থান 3 নম্বরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার তেমন একটা উজ্জ্বল না হলেও সেঞ্চুরি না পাওয়া এই ক্রিকেটার 20 ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত 13টি অর্ধশতরান হাঁকিয়েছেন। তাঁর স্ট্রাইক রেট 136.40-এর কাছাকাছি।
হেনরিক ক্লাসেন
দক্ষিণ আফ্রিকার ধুরন্ধর উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিক ক্লাসিনকে টি-টোয়েন্টির বর্ষসেরা তালিকায় 5 নম্বরে জায়গা দিয়েছেন হর্ষ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্লাসেনের স্ট্রাইক রেট 142।
6 নম্বরে হার্দিক পান্ডিয়া
টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে 6 নম্বরে জায়গা দিয়েছেন ধারাভাষ্যকার হর্ষ। মূলত হার্দিকের ব্যাট-বল দুইয়ের দখলই তাঁকে বর্ষসেরা তালিকায় জায়গা দিয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে এখনও পর্যন্ত 89টি উইকেট ভেঙেছেন পান্ডিয়া। তাঁর স্ট্রাইক রেট প্রায় 142।
বাদ পড়েননি আন্দ্রে রাসেলও
হর্ষ ভোগলের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় 7 নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের 37 বছর বয়সী তারকা অলরাউন্ডার রাসেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 164-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। বল হাতেও ভেঙেছেন বহু সফল জুটি।
রশিদ খান
ভোগলের বর্ষসেরার তালিকায় বোলিং লাইন আপ শক্ত করতে অংশ নিয়েছেন আফগানিস্তানের স্পিন বিভাগের স্তম্ভ রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 3 রান দিয়ে 5 উইকেট নেওয়ার মতো অসাধারণ সব রেকর্ড রয়েছে এই আফগান তারকার নামে। সবচেয়ে কম রান দিয়ে উইকেট শিকার করে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে মেলে ধরেছেন তিনি।
তালিকায় নাম রয়েছে বরুণেরও
হর্ষ ভোগলের তালিকা বলেছে, দলের স্পিন বিভাগকে ঠেকিয়ে রাখতে রশিদ খানকে সাহায্য করবেন ভারতের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী। আন্তর্জাতিক ক্রিকেটে বরুনের বোলিং পারফরমেন্স যথেষ্ট ভাল। টি-টোয়েন্টি কেরিয়ারে উইকেট নিয়েছেন 19টি।
তালিকার শেষে আর্শদীপ ও বুমরাহ
ভারতীয় ধারাভাষ্যকার হর্ষের বর্ষসেরার তালিকায় টি-টোয়েন্টির নিরিখে একেবারে শেষে জায়গা হয়েছে ভারতীয় পেসার আর্শদীপ এবং অভিজ্ঞ বুমরাহর। পরিসংখ্যান বলছে বাঁহাতি আর্শদীপ 60টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে 95টি উইকেট তুলেছেন। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পেস বিভাগের সম্পূর্ণ দায়িত্ব অভিজ্ঞ বুমরাহর ওপর চাপিয়ে দিয়েছেন হর্ষ। কেননা, শত্রু পক্ষের ব্যাটিং বিপর্যয় ডেকে আনতে সিদ্ধহস্ত ভারতের জসপ্রীত।