বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধুনিকতার আড়ালে ধীরে ধীরে মুছে যাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) এক বড় অধ্যায়। কালের নিয়মে তলিয়ে যাচ্ছে সবুজ মেরুনের শিকড়! আজকের ভারত সেরা মোহনবাগানের জন্মভিটে অর্থাৎ শ্যামবাজারের শ্যাম পার্কের পাশের সেই সেন বাড়ি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের পরও ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!
সেন বাড়ির যে ঘরে বসে বাগান শিবিরের বহু দিগপাল খেলোয়াড় ইতিহাস চর্চায় মজতেন, যে বাড়িটার সাথে বাগানের আত্মার সম্পর্ক, যাকে বাদ দিয়ে মোহনবাগানের অধ্যায় লেখা সম্ভব নয়, সেই সেন বাড়ি আজ নিঃশব্দে কাঁদছে। মোহনবাগানের স্বপ্ন পূরণের ঠিকানাটি আজ অনেকেরই অপছন্দের। কারণ অবশ্য একটাই, দীর্ঘদিন যথাযথ পরিচর্যা ও সংস্কারের অভাবে ভবনটির ধ্বংসপ্রাপ্ত অবস্থা।
সেন বাড়ির সাথে বাগানের সম্পর্ক
শ্যামবাজারের শ্যাম পার্কের ঠিক পাশের সেন বাড়িতেই মোহনবাগান ক্লাবের বেড়ে ওঠা। ওই বাড়ির প্রতিটা ঘর জানে কোন যন্ত্রণায় ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। ওই ভবন জানে, বাগানের গোড়ার কথা, আসলে মোহনবাগান অ্যাথলেটিকের পথ চলা তো সেনদের বাড়ির হাত ধরেই। সবুজ মেরুন ক্লাব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই সেন বাড়ি। অনেকেই হয়তো জানেন না, সেন বাড়ির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিত্র ও বসু পরিবারের উদ্যোগে জন্ম নিয়েছিল মোহনবাগান। যা আজকের দিনে ভারতীয় ফুটবলের অন্যতম গর্ব।
জানিয়ে রাখি, মোহনবাগানের জন্ম যদিও বসু পরিবার থেকেই, তবে শ্যামবাজারের সেন বাড়িতেই কিন্তু লুকিয়ে রয়েছে বাগানে আত্মকথা। সেন বাড়ি শুধুই বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি ভবন নয়, এটি আসলে মোহনবাগানের স্বপ্ন পূরণের ঠিকানা, বাগানকর্তাদের ভালবাসা, সর্বোপরি মোহনবাগানের পূর্ব ক্লাব কর্তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জায়গা ছিল এই সেন বাড়ি। তবে আজ তার অবস্থা একেবারে বেহাল। যে বাড়ি এক সময়ে সবুজ মেরুনের সাফল্যে গমগম করত, আবার ব্যর্থতায় কান্নার সুর ধরতো! আজ সেই ভবনের অবস্থা একেবারে ধ্বংসপ্রায়। এই বাড়ির প্রতিটা, ইট, কাঠ, পাথর জানে, বাগানের দুঃসময়ের গল্প।
অবশ্যই পড়ুন: আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কালবৈশাখী, ইডেনে ম্যাচ ভেস্তে গেলেই যাত্রা শেষ KKR-র?
উত্তর কলকাতার শ্যাম পার্ক সংলগ্ন এ বাড়িতে বৃহস্পতিবার গিয়ে দাঁড়ানোর পর, গলার কাছে কিছু একটা টের পাচ্ছিলাম। সেটা যে…
Posted by Srinjoy Bose on Thursday, May 1, 2025
সেন বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন সৃঞ্জয় বসুরা
মোহনবাগানের জন্মভিটে অর্থাৎ সেন বাড়ির অবস্থা এখন ঠিক কেমন, সেটাই আরও একবার স্বচক্ষে খতিয়ে দেখতে সম্প্রতি শ্যামবাজারের শ্যাম পার্কের একেবারে সঠিক ঠিকানায় পৌঁছেছিলেন বসু পরিবারের সুযোগ্য সন্তান তথা বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। বৃহস্পতিবার সেখানে পৌঁছেই একেবারে আবেগি হয়ে পড়েন তিনি। রক্তের সাথে জড়িত মোহনবাগানের জন্মস্থান ঘুরতে গিয়ে সঞ্চিত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সৃঞ্জয়। সেই সাথেই সেন বাড়ির দেওয়ালের সাথে আত্মার সম্পর্ককে কাঁপা কাঁপা হাতে নেট দুনিয়ায় উত্থাপন করেছেন বাগানের শুভাকাঙ্ক্ষী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |